Advertisement
Advertisement
Mohun Bagan

ISL 9: কেন নিভল যুবভারতীর আলো? চিঠি দিয়ে মোহনবাগানের কাছে জবাব চাইল রাজ্য

সোমবার ম্যাচে আলো নিভে যাওয়ায় বেশ খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ।

West Bengal Govt send notice to Mohun Bagan over flood light issue at YVK | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 11, 2022 9:03 pm
  • Updated:October 11, 2022 9:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কাল কাটিয়ে ফের ভারতীয় ফুটবলের মক্কায় ফিরেছে আইএসএল। কিন্তু শুরুতেই লজ্জায় ডুবতে হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। যে মাঠে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আয়োজন হয়েছে অতীতে, সেই মাঠেই কিনা খেলা চলাকালীন নিভল ফ্লাড লাইট! কেন হল এহেন বিভ্রাট? আয়োজক মোহনবাগানের কাছে এবার জবাব চাইল রাজ্য।

আজ, মঙ্গলবার রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে মোহনবাগানের (Mohun Bagan) শীর্ষ কর্তা সঞ্জীব গোয়েঙ্কাকে। যিনি আবার সিইএসসি’র মালিক। কলকাতার অধিকাংশ এলাকার বিদ্যুৎ পরিষেবা দেয় এই সংস্থাই। আর তাঁর দলের খেলার সময়ই কি না অন্ধকারে ঢাকল যুবভারতী। যার জেরে সোমবার বেশ খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ। যা সত্যিই লজ্জাজনক। আর তাই শো-কজ নোটিস ধরানো হল মোহনবাগানকে।

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে কুলদীপ ধামাকা! দক্ষিণ আফ্রিকাকে ৯৯ রানে গুটিয়ে দিয়ে সিরিজ জয় ভারতের]

চিঠিতে লেখা হয়েছে, “এশিয়া মহাদেশের অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম হল যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuvabharathi Stadium)। ২০১৭ সালে এই মাঠেই আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপও। শুধু তাই নয়, বহু আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী যুবভারতীর সবুজ গালিচা। ১০ অক্টোবর চেন্নাইয়িন (Chennaiyin FC) বনাম মোহনবাগানের ম্যাচে খেলার দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের জন্য ফ্লাড লাইট নিভে যায়। এই মাঠ রাজ্যের গর্ব। অথচ সেখানে এমন ঘটনা স্টেডিয়ামের ঐতিহ্যেকে কলঙ্কিত করল।” এরপরই আয়োজকদের উপর অভিযোগ এনে লেখা হয়েছে, “আয়োজকদের ব্যর্থতার জন্যই মাঠের আলো নিভে গিয়েছিল বলে জানা গিয়েছে। তাই তাদেরই এই ঘটনায় জবাবদিহি করতে হবে।” আগামী তিনদিনের মধ্যে রাজ্যের চিঠির উত্তর দিতে বলা হয়েছে।

Advertisement

চেন্নাইয়িনের বিরুদ্ধে এক গোলে এগিয়ে গিয়েও সোমবার ১-২ গোলে পরাস্ত হয় মোহনবাগান। ডুরান্ড কাপের নকআউটে পৌঁছতে না পারা, এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর এমনিতেই প্রশ্ন উঠছিল ফেরান্দোর কোচিং নিয়ে। তারপরই আইএসএলের প্রথম ম্যাচে হার। সবমিলিয়ে চাপে মোহনবাগান। আর তারই মধ্যে রাজ্যের চিঠি আরও মাথা ব্যথা বাড়াল গঙ্গাপারের ক্লাবের।

[আরও পড়ুন: রাজনৈতিক প্রতিহিংসার জেরেই ‘সিংহাসনচ্যুত’ সৌরভ! তোপ তৃণমূলের, পালটা বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ