BREAKING NEWS

১৮ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ২ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ব্যাডমিন্টন নয়, সিন্ধু ভলিবল খেলোয়াড়!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 18, 2017 8:14 am|    Updated: July 13, 2018 6:09 pm

For this AIMIM legislator PV Sindhu volleyball player

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পি ভি সিন্ধু ভলিবল খেলোয়াড়। ভাবছেন ভুল লেখা হয়েছে? না। আসলে অলিম্পিকে রুপোজয়ী সিন্ধুকে জনসমক্ষে ভুলবশত ভলিবল খেলোয়াড় বলে বসলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন (এআইএমআইএম) বিধায়ক মুমতাজ আহমেদ খান।

(চলন্ত গাড়িতে অভিনেত্রীর শ্লীলতাহানির পর ভিডিও করল দুষ্কতীরা)

গত বছর রিও অলিম্পিকে যখন একের পর এক ভারতীয় অ্যাথলিট পদক জিততে ব্যর্থ হচ্ছিলেন, তখন দেশের প্রথম মহিলা হিসেবে রুপো জিতে ইতিহাস তৈরি করেছিলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। আর সেই তারকার খেলাই বদলে দিলেন মুমতাজ। শুক্রবার হায়দরাবাদের চারমিনারে একটি ম্যারাথনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সিন্ধু। অনুষ্ঠানের উদ্বোধন করতে পৌঁছেছিলেন ওই বিধায়ক। সেখানেই নিজের বক্তব্য পেশ করার সময় এমন কাণ্ড ঘটালেন তিনি। এমনকী সিন্ধুর নাম বলার আগে বেশ ইতস্ততও করছিলেন। উপ-মুখমন্ত্রী মেহবুব আলির সঙ্গে কথা বলার পর তিনি বলেন, “আমরা ভলিবল খেলোয়াড় পি ভি সিন্ধুকে ধন্যবাদ জানাই। যিনি হায়দরাবাদকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছেন।” বিধায়কের কথা শুনে হেসে ফেলেন সিন্ধু। ভারতীয় শাটলারের বাবা-মা ভলিবল তারকা হলেও তিনি নন।

(জাহির খানের ‘বান্ধবী’কে নিয়ে মশকরা যুবির)

তবে এই প্রথমবার নয়। এর আগেও এ ধরনের কাণ্ড ঘটেছে সিন্ধুর সঙ্গে। নাম ভুলে গিয়ে সিন্ধুকে কর্নাটকের খেলোয়াড় বলে সম্বোধন করেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার৷ দেশের রাজনীতিবিদদের শিক্ষা কি এতটাই সীমিত? অলিম্পিকে পদক জয়ের পরও কি পরিচয় নিয়ে এভাবেই বিভ্রাট হবে? শুক্রবারের ঘটনার পর ফের এই প্রশ্নই উঠল।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে