Advertisement
Advertisement

Breaking News

Harbhajan Singh Wriddhiman Saha

ভরতের জায়গায় কেন নয় ঋদ্ধি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে হরভজনের প্রশ্ন

অভিজ্ঞতা ও দক্ষতার দিক থেকে এগিয়ে ঋদ্ধিমান।

Former India spinner Harbhajan Singh feels Wriddhiman Saha could have replaced KS Bharat as a wicketkeeper । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 3, 2023 10:21 am
  • Updated:June 3, 2023 10:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেএস ভরতের (KS Bharat) পরিবর্তে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে যাওয়া উচিত ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। অভিজ্ঞতা এবং দক্ষতার জন্যই ঋদ্ধির হয়ে জোরালো সওয়াল করছেন দেশের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং ( Harbhajan Singh)।
৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। উইকেটকিপার হিসেবে ঈশান কিষান এবং কেএস ভরতকে নিয়ে যাওয়া হয়েছে।

ঋদ্ধিমানের প্রসঙ্গ উত্থাপ্পন করে হরভজন বলছেন, ”কেএস ভরত এখন ভারতের হয়ে খেলছে। ঋদ্ধিমান সাহাকে নিয়ে যাওয়া হলে আমি বলতাম ওকেই খেলানো উচিত। কারণ ওর অভিজ্ঞতা প্রচুর, উইকেট কিপিংয়ের দিক থেকেও ঋদ্ধি দক্ষ। লোকেশ রাহুল ফিট থাকলে কেএস ভরতের জায়গায় ওকেই খেলাতাম।”

Advertisement

[আরও পড়ুন: আইপিএল অতীত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নয়া ভূমিকায় সৌরভ]

 

ঋদ্ধিমান সাহাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দল নতুন রক্তের দিকেই জোর দিচ্ছে। থিঙ্ক ট্যাঙ্কের চিন্তায় নেই ঋদ্ধি। বঙ্গতনয় না থাকায় ঋষভ পন্থ দাঁড়াতেন উইকেটের পিছনে। সেই পন্থও দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে। ফিরে আসার চেষ্টায় এখন পন্থ।

তিনি না থাকায় এখন কেএস ভরত উইকেটের পিছনে দাঁড়াচ্ছেন। প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছেন, পন্থের অনুপস্থিতিতে কেএস ভরতই প্রথম পছন্দ। কিন্তু ব্যাটিং দক্ষতার দিক থেকে পন্থ এগিয়ে। প্রসাদ বলছেন, ”ঈশান কিষানের পরিবর্তে ভরতকেই নেবে সবাই। অ্যাওয়ে সিরিজে পন্থের বিকল্প পাওয়া রীতিমতো কঠিন। কোনও উইকেট কিপার ব্যাটার ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সেঞ্চুরি করতে পারেনি। ফলে পন্থকে সরানো কঠিন। এমন একজন উইকেট কিপার দরকার যে একশো ওভার ধরে ফিট থাকবে।”

[আরও পড়ুন: ‘সিএসকে-র জয়ের পিছনে জন টেরির মতো ভূমিকা ছিল আমার’, কেন এ কথা বললেন স্টোকস?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement