Advertisement
Advertisement
West Indies Andy Roberts

‘ভাগ্যের জোরে বিশ্বকাপ জিতেছিল ভারত’, কপিলদের বিশ্বজয় নিয়ে কটাক্ষ রবার্টসের

৮৩ বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স দেখে খুশি নন রবার্টস।

Former West Indies fast bowler Andy Roberts feels India were lucky to win the 1983 World Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 5, 2023 3:47 pm
  • Updated:July 5, 2023 3:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৩ সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত (India)। ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার অ্যান্ডি রবার্টস (Andy Roberts) মনে করেন, সেবারের টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ দল হিসেবে সবার থেকে শ্রেষ্ঠ ছিল।

একটি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবার্টস বলেছেন, ”আমরা ভারতের কাছে ফাইনালে হার মেনেছিলাম। আমরা সবাই জানি ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। তুমি কখনও জিতবে, কখনও হারবে। কোনও দল আধিপত্য বজায় রেখে আমাদের হারায়নি। ম্যাচ যতক্ষণ চলবে ততক্ষণ ম্যাচের শীর্ষে থাকতে হবে। ভারতের ইনিংস পর্যন্ত আমরা ম্যাচের উপরে প্রাধান্য রেখেছিলাম।  ১৯৮৩ সালের বিশ্বকাপে আমরা দু’ বার হেরে যাই। ১৯৭৫ থেকে ১৯৮৩– এই বিশ্বকাপের মধ্যে আমরা কেবল দুটো ম্যাচ হেরেছি। আর দুটোই ভারতের বিরুদ্ধে।” 

Advertisement

[আরও পড়ুন: ব্রাজিলের নতুন কোচ অ্যানসেলোত্তি, কবে থেকে দায়িত্ব নেবেন তিনি?]

 

রবার্টস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৭টি টেস্ট এবং ৫৬ টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ২০২ এবং ওয়ানডে-তে ৮৭টি উইকেট। কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার বলছেন, ”আমাদের ফর্ম ছিল কিন্তু একটা বাজে ম্যাচ শেষ করে দেয় সব। ১৯৮৩-তে ভারতের ভাগ্য কাজ করেছিল। ১৯৮৩-তে আমাদের দল খুব শক্তিশালী ছিল। দুটো ম্যাচ হেরেছিলাম আর দুটোই ভারতের কাছে। বিশ্বকাপের কয়েকমাস বাদে আমরা ভারতকে ৬-০ হারিয়েছিলাম। বোঝাই যাচ্ছে, ওই একটা ম্যাচ আমাদের অনুকূলে যায়নি। ১৮৩ রানে ভারত শেষ হয়ে যাওয়ার পরে ভাগ্য ওদের সহায় ছিল। দাপট দেখিয়ে আমাদের হারায়নি। আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। তবে আতিরিক্ত আত্মবিশ্বাস বা আত্মতৃপ্তি গ্রাস করেনি।”

Advertisement

ভারতীয় ব্যাটসম্যানদের দেখে প্রভাবিত হননি রবার্টস। সেকথা স্বয়ং জানিয়েছেন এই ক্যারিবিয়ান পেসার। রবার্টস বলেন, ”কোনও ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটিং আমাকে খুশি করতে পারেনি। কেউ পঞ্চাশ করেনি। কোনও বোলার পাঁচ উইকেট নেয়নি। চারটি উইকেটও পায়নি কেউ। ফলে ব্যক্তিগত ভাবে আমি মোটেও প্রভাবিত হইনি ভারতীয়দের খেলা দেখে। দুরন্ত ইনিংস খেললে তবেই একজন ব্যাটসম্যান নজর কাড়তে পারে। ভারতের কেউই তা করতে পারেনি।”

[আরও পড়ুন: ‘দাদাজি মনে হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছেন’, সৌরভকে খোঁচা পাক তারকার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ