Advertisement
Advertisement

Breaking News

বিনামূল্যে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটদের লড়াই দেখার সুযোগ দর্শকদের

দর্শকদের মাঠে টানতে অভিনব প্রয়াস নিল অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)৷

Free entry for fans on 1st day of Ind vs Eng 2nd Test in Vizag
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 2:01 pm
  • Updated:November 17, 2016 2:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পরের দিনই রাজকোটে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড৷ পুরনো নোট বাতিল হয়ে যাওয়ায় মাঠমুখী হননি ক্রিকেটভক্তরা৷ স্টেডিয়ামের অধিকাংশ আসনই খালি পড়েছিল৷ এবার দর্শকদের মাঠে টানতে অভিনব প্রয়াস নিল অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)৷

বুধবার ক্রিকেটপ্রেমীদের দারুণ খবর দিল সংস্থা৷ দ্বিতীয় টেস্টের প্রথম দিন সমস্ত দর্শকদের জন্য খুলে দেওয়া হল স্টেডিয়ামের গেট৷ প্রথম দিন বিনামূল্যে বিরাটদের ব্যাটিং দেখার সুযোগ পাচ্ছেন তাঁরা৷ আর সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্টের সবকটি দিনই বিনা খরচে ভারত-ইংল্যান্ড লড়াই দেখতে পাবেন তাঁরা৷

Advertisement

এর আগে ওয়ানডে ম্যাচ হলেও রাজকোটের মতো বিশাখাপত্তনমের স্টেডিয়ামও প্রথমবার টেস্ট আয়োজনের সুযোগ পেয়েছে৷ অন্ধ্র ক্রিকেট সংস্থার সচিব জি গঙ্গারাজু জানান, “অন্ধ্র ক্রিকেটের ইতিহাসে এটিই প্রথম টেস্ট৷ আমরা ভর্তি গ্যালারি দেখার আশায় ছিলাম৷ কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে আসন সংখ্যা কিছু কমাতে হয়েছে৷ বৃহস্পতিবার বিনামূল্যে যে কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন৷ দেখা যাক, প্রথম দিন কেমন সাড়া মেলে৷ তেমন হলে বাকি দিনগুলিতেও ম্যাচ দেখার জন্য টিকিটের প্রয়োজন হবে না৷”

Advertisement

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় সাধারণ মানুষ এখন ম্যাচ দেখতে যাওয়ার থেকে ব্যাঙ্ক ও এটিএম-এর সামনের লাইনে দাঁড়াতেই ব্যস্ত৷ কিন্তু গঙ্গারাজুর আশা, টিকিটের জন্য গাঁটের কড়ি খরচ করতে না হলে প্রতিদিন অন্তত ১০ হাজার দর্শক মাঠে আসবেন৷ যে গ্যালারির আসন সংখ্যা ২৮ হাজার৷ এখনও সময় রয়েছে৷ ভাইজ্যাগে টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখে আসতেই পারেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ