কেএল রাহুলের পাশে গৌতম, গম্ভীর। নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক বছর মাঠের বাইরে ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি কবে টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন? কারও কাছে সঠিক জবাব নেই। এদিকে কোনা শ্রীকর ভারত (KS Bharat) ও ঈশান কিষাণকে (Ishan Kishan) গত ১২ মাসে একাধিকবার সুযোগ দেওয়া হলেও, বিশেষ সাফল্য মেলেনি। ফলে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়াবেন কেএল রাহুল (KL Rahul)।
গত এক বছর সীমিত ওভারের সিরিজে নিয়মিতভাবে কিপিং করছেন। তবে এই প্রথমবার তাঁকে লাল বলের ক্রিকেটে কিপিং করতে দেখা যাবে। যদিও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর দাবি, ‘কেএল রাহুলের প্রতি অবিচার হচ্ছে!’
গম্ভীর বলেছেন, “আমি শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা বলব না। একইসঙ্গে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও আলোচনা করা উচিত। দক্ষিণ আফ্রিকার পিচে বাউন্স রয়েছে। সেখানে কিপিং করার চ্যালেঞ্জ এক রকম। আবার ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে কিপিং করা অন্য রকম চ্যালেঞ্জের। কেএল রাহুলকে ঘরের মাঠে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের বিরুদ্ধে কিপিং করতে হবে। সেটা আরও বেশি কঠিন। এখানেই শেষ নয়। এর পর ব্যাটেও রান করতে হবে। এটা ওর প্রতি অবিচার ছাড়া আর কিছুই নয়।”
গত বর্ডার-গাভাসকর ট্রফিতে ঈশানের সঙ্গে কিপার হিসেবে দলে ছিলেন কোনা শ্রীকর ভারত। এমনকি বিশ্ব টেস্ট ফাইনালেও মাঠে নেমেছিলেন কোনা ভারত। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঈশানকেই কিপার হিসেবে দেখা গিয়েছিল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কিপিংয়ের সঙ্গে ব্যাট হাতেও পারফর্ম করেছিলেন ঈশান। এমনকি তাঁকে প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও রাখা হয়েছিল। কিন্তু ঈশান আসন্ন সিরিজ থেকে সরে দাঁড়ানোর জন্য, দলে এসেছেন কোনা ভারত। তবে শোনা যাচ্ছে কেএল রাহুলের কিপিং করার সম্ভাবনা বেশি। আর সেটাই মেনে নিতে পারছেন না গম্ভীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.