Advertisement
Advertisement

Breaking News

ইতিহাসে প্রথমবার! রবিবার ভারতের জন্য গলা ফাটাবে পাকিস্তান

ভারতকে সমর্থন করবে বাংলাদেশও।

ICC Cricket World Cup 2019: Pak fans to support India against England
Published by: Subhajit Mandal
  • Posted:June 29, 2019 4:37 pm
  • Updated:June 29, 2019 4:37 pm

স্টাফ রিপোর্টার: অবাক হলেও সত্যি। কাল শুধু ভারতীয় সমর্থকরা কোহলিদের শুভ কামনা চাইবেন তা নয়, পাকিস্তানিরাও গলা ফাটাবে ভারতের হয়ে। কাশ্মীর ইস্যু কিংবা পুলওয়ামার ঘটনা রবিবার অন্তত বার্মিংহ্যামের মাটিতে থাকবে না। উপমহাদেশের সবচেয়ে বড় দুই শত্রু একতার সুরে সুর মিলিয়ে গেয়ে উঠবে বার্মিংহামে।

[আরও পড়ুন: জানেন, উইকেট পাওয়ার পর কেন স্যালুট করেন শেলডন কটরেল?]

ইংল্যান্ডকে রবিবার ভারত হারাতে পারলে শেষ চারে যাওয়া নিশ্চিত হবে কোহলিদের। কেউ তখন আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। অন্যদিকে, এই ম্যাচ ইংল্যান্ড হারলেই পোয়াবারো পাকিস্তানের। পাক শিবির মনে করছে, কোহলিরা জিতে গেলে ইংল্যান্ডের পক্ষে শেষ চারে যাওয়া অসম্ভব। তখন অনিশ্চয়তার মধ্যে থাকা সরফরাজ আহমেদ এন্ড কোং-এর রাস্তা হয়ে যাবে পরিষ্কার। এমন ঘটনা অতীতে ঘটেছে কিনা সন্দেহ। কোনওদিন পাকিস্তানিরা গলা উঁচিয়ে ক্রিকেট মাঠে ভারতকে সমর্থন করতে এগিয়ে আসেনি বলাই চলে। অথচ এই প্রথম তার ব্যতিক্রম ঘটতে চলেছে।

Advertisement

পাকিস্তানের এক উগ্র সমর্থক চৌধুরি আব্দুল জলিল। তাঁকে পাকিস্তান ক্রিকেট মহল ‘চাচা ক্রিকেট’ বলেই ডাকে। সেই জলিল কায়মনোবাক্যে প্রার্থনা করছেন, রবিবার যেন ভারত জেতে। “আমি চাই ইংল্যান্ডকে হারিয়ে দিক ভারত। তাহলে পাকিস্তান সেমিফাইনালে খেলতে পারবে। আমি নিশ্চিত ভারত তাদের হারাবেই। ইনসাল্লাহ, এটা যেন ঘটে।” বলছিলেন জলিল। আর এক পাকিস্তানি সমর্থক গুলাম খান বলেছেন, “ভারতের জেতা নিয়ে আমাদের মনে কোনও সংশয় নেই। আমরা চাই, ভারত জিতুক।” এখানে দীর্ঘদিন সেলুন রয়েছে ফৈজাল খাঁনের। তাঁর দৃঢ় বিশ্বাস, ভারত রবিবার ইংল্যান্ডকে হারাবেই। সেমিফাইনালে কিংবা ফাইনালে মুখোমুখি হবে দু’টি দেশ। সেই লড়াইতে দেখা যাবে পাকিস্তান জিতছে। হেরে গিয়েছে ভারত। সত্যিই মানুষ কীভাবে স্বপ্নের জাল বোনে!

Advertisement

[আরও পড়ুন: টিম হোটেলে ক্রিকেটারদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, প্রশ্নের মুখে নিরাপত্তা]

শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ সমর্থকরাও ভারতের হয়েই গলা ফাটাবেন। কারণ, বিশ্বকাপে তাদের ভাগ্যও ঝুলে রয়েছে ভারতের হাতেই। ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে রাস্তা খুলে যেতে পারে টাইগারদের জন্যও। তাই, সাম্প্রতিককালের তিক্ততা ভুলে রবিবার কোহলিদের জন্য গলা ফাটাবে গোটা বাংলাদেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ