Advertisement
Advertisement

Breaking News

টাকার অভাবে বিরাটদের ইতালির স্যুটের অর্ডার বাতিল বিসিসিআইয়ের

লোধার থাবা পড়ার আগে কখনও ভারতীয় বোর্ডকে এমন আর্থিক দুর্দিন দেখতে হয়নি৷

In huge cash crunch, BCCI cancelled italian suit order for Team India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 10:19 am
  • Updated:December 9, 2016 10:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই দেশে ক্রিকেটার মানে যেন অন্য গ্রহের কেউ৷ বিরাট, রোহিতদের একবার ছুঁয়ে দেখার জন্য আকুল তাঁদের ভক্তকুল৷ তিনি ঠিক এই জনপ্রিয়তাকেই ‘পয়েণ্ট’ করেছিলেন৷ দেশজুড়ে যাঁদের এমন সমাদর, তাঁদের বোধ হয় আরও একটু বেশি পোশাক সচেতন হওয়া উচিত, তাই না? রাহুল জোহরি এরমকভাবেই ভেবেছিলেন৷ লাভ হল না৷

রাহুল জোহরি এর আগে ডিসকভারি নেটওয়ার্ক এশিয়া-প্যাসিফিকে জেনারেল ম্যানেজার পদে ছিলেন৷ তার পর তাঁকে বিসিসিআইয়ের সিইও পদে আনা হয়৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এত বড় পদে দায়িত্ব পাওয়ার পরই তিনি কর্পোরেট সংস্কৃতির আমদানি করতে চেয়েছিলেন৷ কিন্তু আপাতত প্রথম পদেই বাধা৷ বিরাট কোহলিদের জন্য তিনি ইতালিতে তৈরি স্যুট আনানোর পরিকল্পনা করেছিলেন৷ প্রতিটি স্যুটের দাম পড়ত আড়াই লক্ষ টাকা৷ সেই হিসাব করে রাহুল অনুমতি চেয়ে মেল করেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরকে৷ অনুমতি মেলেনি৷ এমনকী, বোর্ড সচিব অজয় শিরকেও এই উদ্যোগের বিরু‌দ্ধে দাঁড়িয়েছেন৷

Advertisement

লোধার থাবা পড়ার আগে কখনও ভারতীয় বোর্ডকে এমন আর্থিক দুর্দিন দেখতে হয়নি৷ কিন্তু আগের সঙ্গে এখনকার অবস্থার অনেক ফারাক৷ তাই জোহরির পঞ্চাশটি ইতালিয়ান স্যুটের অর্ডার শুনে প্রথমটায় চক্ষু চড়কগাছে উঠেছিল বোর্ড কর্তাদের৷ বোর্ডের প্রতিটি পদক্ষেপের উপর এখন নজর রয়েছে লোধা কমিশন ও সর্বোচ্চ আদালতের৷ তাই রাহুলকে যুক্তি হিসাবে বলা হয়েছে, ক্রিকেটারদের পোশাক কেনার ব্যাপারে নির্দিষ্ট নিয়ম মানতে হবে৷ লোধার সুপারিশ অনুযায়ী, কোনও নির্দিষ্ট কোম্পানি থেকে কোনও কর্তা খেয়ালখুশি মতো কিছু কিনতে পারবেন না৷ টেন্ডার ডাকতে হবে৷ তার পরই কোনও কোম্পানিকে সত্ত্ব দেওয়া হবে৷ টাকার অভাবের কথা উল্লেখ না করলেও পাল্টা মেল করে কর্তারা সিইওকে জানিয়েছেন, এই মুহূর্তে এত টাকা খরচ করে স্যুট কেনার কোনও প্রয়োজন নেই৷

Advertisement

একটা সময় ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ হওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল৷ কিন্তু শেষমেশ বোর্ডকে সিরিজবাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা খরচের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট৷ তবে যাবতীয় খরচের হিসেব দিতে হবে বিসিসিআইকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ