Advertisement
Advertisement
IND vs ENG

IND vs ENG: রোহিত-বিরাটদের মোকাবিলার জন্য একাধিক স্পিনার নিয়ে আসছে বেন স্টোকসের ইংল্যান্ড

ফের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় দুই দল।

IND vs ENG: Ben Stokes to lead spin heavy 16 member squad for 5 Test series। Sangbad Pratidin

শক্তিশালী দল নিয়েই ভারতে আসছে ইংল্যান্ড। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 12, 2023 1:41 pm
  • Updated:December 12, 2023 1:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে নতুন লড়াই। টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড (England)। হাঁটুর অস্ত্রোপচারের পর মাঠে ফেরার অপেক্ষায় বেন স্টোকস (Ben Stokes)। তাঁর হাতে নেতৃত্বের দায়ভার তুলে দিয়েই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board)। চমকে দেওয়ার মতো ব্যাপার হল ১৬ জনের দলে রয়েছেন চারজন স্পিনার। ফলে বেশ বোঝা যাচ্ছে বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma) আটকে দেওয়ার জন্যই এমন ছক কষেছেন জো রুট (Joe Root)-জেমস অ্যান্ডারসনরা (James Anderson)।

১৬ জনের মধ্যে রয়েছেন চারজন স্পিনার। তাঁরা হলেন শোয়েব বশির, টম হার্টলি, জ্যাক লিচ ও রেহান আহমেদ। সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হল গাস অ্যাটকিনসন, টম হার্টলি এবং শোয়েব বশিরের এখনও টেস্ট অভিষেক ঘটেনি। সারের হয়ে খেলা জোরে বোলার গাস অ্যাটকিনসন পাঁচটি কাউন্টি ম্যাচ খেলে গত মরশুমে ২০.২০ গড়ে ২০টি উইকেট নিয়েছিলেন। এমনকি চলতি বছর কাউন্টি ক্রিকেটে চলতি বছর পাঁচটি শতরান করেছেন অ্যাটকিনসন। সারের পরপর দুইবার কাউন্ট চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। দুই স্পিনার টম হার্টলি এবং শোয়েব শির, দুজন গত মাসে আরব আমিরশাহিতে ইংল্যান্ড লায়ন্স দলের অংশ ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ক্যাপ্টেন হননি কেন? খেলা ছাড়ার চার বছর পরে কারণ জানালেন যুবরাজ]

 

এদিকে ভারত সফরে আসছেন গত বছর পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ঘটানো রেহান আহমেদও। বাবর আজমদের বিরুদ্ধে নিজের টেস্টেই পাঁচ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। তবে ক্রিস ওকস চোটের জন্য আসন্ন সিরিজে না খেলতে পারলেও, এবার ভারত সফরে আসছেন জেমস অ্যান্ডারসন। তাঁর সঙ্গে জোরে বোলিং বিভাগে রয়েছেন মার্ক উড, ওলি রবিনসন। সঙ্গে গাস অ্যাটকিনসন তো রয়েছেনই। অ্যাসেজ সিরিজে কিপার-ব্যাটার বেন ফোকস দলে সুযোগ পাননি। তবে এই সিরিজের জন্য তিনি দলে ফিরলেন। জনি বেয়ারস্টো দলের অন্যতম কিপার।

ভারত সফরে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে। ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে ১৫-১৯ ফেব্রুয়ারি। খেলা হবে রাজকোটে। ২৩-২৭ ফেব্রুয়ারি হবে চতুর্থ টেস্ট। সেই ম্যাচ আয়োজিত হবে রাঁচিতে। পঞ্চম টেস্ট হবে ধরমশালায়। ৭-১১ মার্চ পর্যন্ত।

ইংল্যান্ডের দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস (উইকেটকিপার), টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।

[আরও পড়ুন: বয়সের ছাপ নাকি রাজনীতির চাপ! কেন আইপিএল থেকে সরে দাঁড়ালেন শাকিব?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement