Advertisement
Advertisement

Breaking News

আর্জেন্টিনা ম্যাচের আগে চনমনে ভারতীয় কবাডি দল

তবে শনিবারের ম্যাচের চেয়েও ভারতীয় দর্শকরা বেশি উৎসাহী ১৮ অক্টোবরের ম্যাচ নিয়ে৷

India takes on Argentina in kabaddi world cup 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 14, 2016 8:10 pm
  • Updated:October 14, 2016 8:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রো কবাডির দৌলতে বর্তমানে এ দেশে কবাডির জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটাই বেড়েছে৷ তাই চলতি কবাডি বিশ্বকাপে ভারত কেমন খেলছে, সে বিষয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ নেহাত কম নয়৷

বিশ্বকাপের শুরুতে দক্ষিণ কোরিয়ার কাছে মুখ থুবড়ে পড়লেও (৩৪-৩২) দ্বিতীয় ম্যাচেই দারুণ কামব্যাক করেন সুরজিৎরা৷ কবাডিতে তুলনামূলক অনভিজ্ঞ অস্ট্রেলিয়াকে ৫৪-২০ ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় দল৷ বাংলাদেশের বিরুদ্ধেও বড় ব্যবধানে (৫৭-২০) জেতে দল৷ শনিবার তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা৷ যারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে৷ আর্জেন্টিনা ও ইংল্যান্ডকে হারিয়েই ঘরের মাটিতে কবাডি বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে চায় গতবারের চ্যাম্পিয়নরা৷

Advertisement

আর্জেন্টিনা ম্যাচে নামার আগে শুধু প্রথম সাতজনকেই নয়, রিজার্ভ বেঞ্চও তৈরি রাখতে চাইছেন কোচ বলবন্ত সিং৷ গত ম্যাচে দলের ডিফেন্স কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল৷ সেসব ভুল এবার শুধরে নিতে হবে বলে জানালেন কোচ৷ কারণ বোনাস পয়েন্ট কোনওভাবেই হাতছাড়া করতে চান না তিনি৷ আর্জেন্টিনাকে হারানোর জন্য একের বেশি স্ট্র্যাটেজি মাথায় রাখছেন কোচ৷ ‘মিক্স’ কাউন্টার অ্যাটাকে বিপক্ষের রক্ষণ ভাঙাকেই পাখির চোখ করছে দল৷

Advertisement

তবে শনিবারের ম্যাচের চেয়েও ভারতীয় দর্শকরা বেশি উৎসাহী ১৮ অক্টোবরের ম্যাচ নিয়ে৷ কারণ সেদিন আরএসএস-এর বিরুদ্ধে মঞ্চে নামবেন বলবন্ত সিংয়ের ছেলেরা৷ হ্যাঁ, আক্ষরিক অর্থেই আরএসএস৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ কীভাবে? কারণ ইংল্যান্ড দলের ছ’জন খেলোয়াড়ই ব্রিটেনের আরএসএস সংগঠনের সদস্য৷ সেখানে আবার আরএসএস হিন্দু স্বয়ংসেবক সংঘ হিসেবে পরিচিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ