Advertisement
Advertisement

পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত

শুভমের সেঞ্চুরি, বাংলার ইশানের ৪ উইকেট। লাইক, শেয়ার করে ভারতীয় দলকে অভিনন্দন জানান।

India thrashes Pakistan in U19 WC semis
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2018 4:11 am
  • Updated:January 30, 2018 12:06 pm

ভারত – ২৭২/৯ (শুভমন ১০২*, মনজোৎ ৪৭)

পাকিস্তান –  ৬৯ অল আউট (নাজির ১৮)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতের পাক বধ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে গেল ভারত। ব্যাট হাতে শুভমনের সেঞ্চুরি, বোলিংয়ে কামাল বাংলার ইশান পোড়েলের। টিম ইন্ডিয়ার ২৭২ রানের জবাবে মাত্র ৬৯ রানে শেষ পাকিস্তানের লড়াই।

Advertisement

[দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন রায়না, উনাদকাট]

SHUBMAN-GILL

ক্রাইস্টচার্চে এদিন টসে জিতে প্রথম ব্যাট নেন অধিনায়ক পৃথ্বী শ। দুই ওপেনার পৃথ্বী এবং মনজোৎ কালরা ভাল শুরু করেন। তিন নম্বরে নেমে পাক বোলিং নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন শুভমন গিল। যাঁর ব্যাটিং স্টাইলের মধ্যে কেউ কেউ বিরাট কোহলির ছায়া দেখছেন। মাত্র ৯৪ রানে বলে ১০২ রান করে অপারিজত থাকেন শুভমন। এই ডান হাতি ব্যাটসম্যান বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন।  শেষের দিকে ভারত উইকেট হারালেও ৫০ ওভারে রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৯ উইকেটে ২৭২ রান করে। হ্যাগলে ওভালের পিচে ভাল বাউন্স ছিল। বল সুইংও করছিল। বিশেষজ্ঞরা বলছিলেন এমন কঠিন উইকেটে ২৭৩ রান যথেষ্ট কঠিন টার্গেট। ভারতীয় বোলাররা গোটা টুর্নামেন্ট কেমন ছন্দে রয়েছেন তা পাক ব্যাটসম্যানরা ভালমতো টের পেলেন। হুগলির ছেলে ইশান পোড়েলের পেসের সামনে দাঁড়াতেই পারলেন না পাকিস্তানের ক্রিকেটাররা। ৬ ওভারে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট। একাই পাকিস্তানের টপ অর্ডারকে গুঁড়িয়ে দেন এই বঙ্গসন্তান। তাঁকে যোগ্য সাহায্য করেন শিবা সিং, রিয়ান পরাগরা। বোলারদের দাপটে ২৯.৩ ওভারে মাত্র ৬৯ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ২০৩ রান পাক বধ করে হাসতে হাসতে ফাইনালে গেল ভারতের ছোটরা। ফাইনালে তাদের সামনে অস্ট্রেলিয়া।

POREL

[কেন পাঞ্জাব কিনল গেইলকে, ফাঁস করলেন শেহবাগ]

 Top Inn by our own lad #shubmanGill in U-19 India vs Pakistan World Cup semi final..so proud of you..keep going guys.. Cup Jeet kar aana hai.. All the best for the finals #Rahuldravid👏👏👌 one more game guys 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

এই টুর্নামেন্টে ভারত তিনবারের চ্যাম্পিয়ন। গ্রুপ লিগেই দুরন্ত ফর্মে পৃথ্বী, শুভমরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে ছিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। তারপর একে একে পাপুয়া নিউগিনি, জিম্বাবোয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে একতরফাভাবে জয়। বিশেষজ্ঞরা বলছেন রাহুল দ্রাবিড়ের ছাত্ররা যেভাবে খেলছে তাতে প্রতিপক্ষরা স্রেফ উড়ে যাচ্ছে। অনূর্ধ্ব বিশ্বকাপ থেকে উঠে এসেছিলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা। বিরাটদের পরের ব্যাচও যে তৈরি তাও বুঝিয়ে দিচ্ছেন পৃথ্বী, ইশানরা। এই টিমের অনেকেই এখনই তারকা। আইপিএল নিলামের পর পৃথ্বী, শুভম, নাগরকোটিরা কোটিপতি। তাঁদের বারবার এই মহাম্যাচের ফোকাস রাখার কথা বলেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। শুভমদের পারফরম্যান্স বুঝিয়ে দিল পা তাদের মাটিতেই আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ