Advertisement
Advertisement

Breaking News

দলে ফিরতে পারেন ধাওয়ান, বেঙ্গালুরুতে মানরক্ষার লড়াই ভারতের

ম্যাচ জিতে সিরিজ ১-১ করাই লক্ষ্য ভারতের৷

 India to face Australia in bangalore
Published by: Tanujit Das
  • Posted:February 27, 2019 1:03 pm
  • Updated:February 27, 2019 1:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে টি-টোয়েন্টি আর ওয়ান ডে সিরিজ যখন খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া, ক্রিকেটের বিখ্যাত হলুদ জার্সির অতি বড় সমর্থকও নির্ঘাৎ ভাবতে পারেননি যে, প্রথম ম্যাচ এ ভাবে জিতে যাবেন অ্যারন ফিঞ্চরা। উলটো দিকে বিরাট কোহলি-রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনির পূর্ণাঙ্গ ভারতীয় টিম। কিন্তু যা ছিল অভাবনীয়, বিশাখাপত্তনমে সেটাই হয়েছে বাস্তব, শেষ ওভারে ১৪ রান তুলে ভারতকে হারিয়ে দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। বুধবারের বেঙ্গালুরুতে ভারতের আবার হার মানে সিরিজ অস্ট্রেলিয়া জিতবে। ২-০ মার্জিনে। এবং সে কারণেই দেশের মাঠে টি—টোয়েন্টি সিরিজ ১-১ করতে তৎপরতা শুরু হয়েছে ভারতীয় শিবিরে। মঙ্গলবার চিন্নাস্বামী নেটে নেমে পড়তে দেখা গিয়েছে শিখর ধাওয়ানকে।

[থুতু ছিটিয়ে আই লিগের বাইরে জবি জাস্টিন, বিপাকে ইস্টবেঙ্গল ]

Advertisement

বিশ্বকাপের কথা ভেবে যাঁকে বিশ্রামে রেখেছিল ভারত। বেঙ্গালুরুতে ভারতীয় নেট দেখে নিশ্চিত কিছু বোঝা যায়নি ঠিকই। কিন্তু যা খবর, তাতে চিন্নাস্বামীতে ভারতের সিরিজ বাঁচানোর ম্যাচে শিখরকে নেমে পড়তে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। দেখার বিষয় তখন একটাই হবে। বিশ্বকাপকে প্রাধান্য দিয়ে রোহিত শর্মাকে তখন বিশ্রাম দেওয়া হবে কি না? নাকি শিখর-রোহিত দু’জনকেই নামিয়ে ব্যাটিং আরও শক্তিশালী করা হবে? এটা ঘটনা, উমেশ যাদবের শেষ ওভারে ১৪ রান দেওয়াকে বাদ রাখলে বিশাখাপত্তনম টি-টোয়েন্টিতে দারুণ বল করেছেন ভারতীয় বোলাররা। বরং তুলনামূলক ভাবে প্রথম টি-টোয়েন্টিতে নিষ্প্রভ দেখিয়েছে ভারতীয় ব্যাটিংকে। মাত্র ১২৬ রান সে দিন তুলতে পেরেছিল ভারত। টিম থেকে অবশ্য জানিয়ে দেওয়া হল, বাইরে যতই বিশাখাপত্তনমে হার নিয়ে হইচই চলুক, তারা অন্তত চিন্তিত নন। “প্রথম ম্যাচে টার্গেট অল্প ছিল আমাদের। কিন্তু তার পরেও ম্যাচটা প্রায় জিতে গিয়েছিলাম। ব্যাটিং নিয়ে শুধু একটু সতর্ক থাকতে হবে আমাদের’’ এ দিন বলে দেন ভারতীয় অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া।

Advertisement

[‘Boys Played Well’, বায়ুসেনার প্রত্যাঘাত নিয়ে পাকিস্তানকে কটাক্ষ শেহবাগ-গম্ভীরদের]

হার্দিক পান্ডিয়ার অগ্রজ সঙ্গে আরও যোগ করেছেন, “বুধবারের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে আমরা ০-১ পিছিয়ে। কিন্তু আমরা মোমেন্টাম হারাইয়নি। প্রথম টি-টোয়েন্টিতে আমরা হেরেছি ঠিকই। কিন্তু পরপর ম্যাচে তো হারিনি। নিশ্চিত, বেঙ্গালুরুতে আমরা ভাল করব।” তবে ক্রুণাল নিশ্চিত, অস্ট্রেলিয়ার তরফ থেকে প্রবল প্রতিরোধ আসতে চলেছে। “ইতিহাস বলে, অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসেবে খুব টাফ। প্রচণ্ড লড়াই দেয়। ওরা মাঠে একশো শতাংশ দেবে। কিন্তু আমরাও সে জন্য তৈরি।” কতটা, বুধবারের বেঙ্গালুরু বলবে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ