Advertisement
Advertisement

Breaking News

হকিতে জাপানকে দশ গোল দিল ভারত

এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান৷

India won 10-2 against Japan in Hockey
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 21, 2016 11:37 am
  • Updated:October 21, 2016 11:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানকে দশ গোলের মালা পড়াল ভারত৷ চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এদিন সুর্যোদয়ের দেশকে ১০-২ গোলে হারাল ভারতীয় হকি দল৷ একাই ছ’টি গোল করলেন ভারতের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট রুপিন্দর পাল সিং৷

বৃহস্পতিবারের এই ম্যাচে রুপিন্দরের দাপটে জাপানের ধরা ছোঁয়ার বাইরে চলে যায় ভারত৷ ওলিম্পিকের পর এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে নামল ভারতীয় হকি দল৷ আর সেই ম্যাচেই প্রতিপক্ষ জাপানকে দশটি গোল হজম করাল ওল্টম্যান্সের৷ এত ব্যবধানে জেতায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আত্মবিশ্বাসের শিখরে ভারত৷

Advertisement

ম্যাচের নায়ক ভারতের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট রুপিন্দর পাল সিং তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত৷ যদিও তিনি জানিয়েছেন তাঁর সাফল্যের নেপথ্যে রয়েছে পুরো টিম৷ অন্যান্য খেলোয়াড়দের সাহায্য ছাড়া ৬টি গোল করা সম্ভব হত না৷ ২৫ বছরের এই খেলোয়াড় ১৫৩ ম্যাচে ১৬৫টি গোল করে আন্তর্জাতিক টুর্নামেন্টে এই বছরের ভারতের সেরা হকি খেলোয়াড়ের শিরোপাও পেয়েছেন৷

Advertisement

এদিন কুয়ানতান হকি স্টেডিয়ামের এই ম্যাচে ১০টি পেনাল্টি কর্নারের সুযোগ পায় ভারত৷ তার মধ্যে ছ’টিকেই গোলে রূপান্তরিত করেন রুপিন্দর৷ স্বাভাবিকভাবেই গত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির রুপোজয়ী জাপানের কাছে এই ম্যাচ ছিল দুঃস্বপ্ন৷

রুপিন্দর ছাড়াও এদিন ভারতের হয়ে দু’টি গোল করেন রমনদীপ সিং ও একটি করে গোল করেন তলবিন্দর সিং এবং আসান ইউসুফ৷ এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান৷ তার আগে বড় ম্যাচে এই জয় ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ