Advertisement
Advertisement
Bhavani Devi

ফেন্সিংয়ে নজির ভবানী দেবীর, প্রথম ভারতীয় হিসেবে পদক জিতলেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে

ভারতের ক্রীড়াক্ষেত্রে গর্বের দিন।

Indian fencer Bhavani Devi scripted history by winning bronze at the Asian Fencing Championships । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 19, 2023 8:36 pm
  • Updated:June 19, 2023 8:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপে (Asian Fencing Championship) নজির গড়লেন ভারতের ভবানী দেবী (Bhavani Devi)। চিনে বসেছে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। সেমিফাইনালে ভবানী হার মানেন উজবেকিস্তানের ফেন্সার জয়নাব দায়িবেকোভার কাছে। তুল্যমূল্য লড়াই হয় দু’ জনের।

শেষ পর্যন্ত শেষ চারের লড়াইয়ে ভবানী হার মানেন ১৪-১৫। হেরে গেলেও ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে প্রথম পদক আনল ভারত। ভবানী অবশ্য আগে কোয়ার্টার ফাইনালে জাপানের বিশ্ব চ্যাম্পিয়ন মিসাকি এমুরাকে ১৫-১০-এ হারান। সেই ম্যাচ জিতে ইতিহাস লেখেন ভবানী দেবী। ২০২২ সালের বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মিসাকি সোনার পদক জিতেছিলেন। অতীতে জাপানের এই ফেন্সারের কাছে বারংবার পরাস্ত হয়েছিলেন ভবানী দেবী।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ‘একটি হার মানেই রোহিত খারাপ অধিনায়ক নয়’, হিটম্যানের পাশে এবার প্রাক্তন অজি অধিনায়ক]

 

এবারের এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে উলটপুরাণ। ভবানী দেবী দক্ষতা দেখিয়ে ম্যাচটা জিতে নেন। প্রি কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই ওজাকি সেরিকে ১৫-১১ হারিয়ে অঘটন ঘটান। ভবানী দেবীর এই সাফল্যে গর্বিত ভারতের ফেন্সিং সংস্থার সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা। তিনি বলেছেন, ”ভারতীয় ফেন্সিংয়ে গর্বের একটা দিন। কেউ আগে যা অর্জন করতে পারেননি, ভবানী সেটাই করে দেখিয়েছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় ফেন্সার হিসেবে পদক জিতেছে। সমগ্র ফেন্সিং বিভাগের তরফ থেকে ভবানী দেবীকে অভিনন্দন জানাচ্ছি। আগামিদিনে সোনা নিয়ে ফিরবে বলেই আশা রাখি।”

[আরও পড়ুন: কোহলির পরামর্শেই কেল্লাফতে! বিশ্ব টেস্ট ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেন ক্যারি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ