BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ভুল থেকেও শিক্ষা নেই, দক্ষিণ আফ্রিকায় ফের উলটো উড়ল ভারতের তেরঙ্গা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 7, 2018 1:57 pm|    Updated: February 7, 2018 3:48 pm

Indian National Flag hoisted upside down in South Africa

দেবাশিস সেন: প্রথম টেস্টের সময়ই একবার বিপর্যয় হয়েছিল। উলটো উড়েছিল ভারতের জাতীয় পতাকা। পরে ভুল শিকার করে তা শুধরে নেওয়া হয়। কিন্তু অতীতের ভুল থেকে যে দক্ষিণ আফ্রিকা কোনও শিক্ষা নেয়নি ফের তার প্রমাণ মিলল। নিউল্যান্ডসে তৃতীয় একদিনের ম্যাচ শুরু হওয়ার আগে উলটো উড়ল ভারতের জাতীয় পতাকা।

একদিনের ক্রিকেটে ভারত যে কোনও জায়গায় জিততে পারে, প্রত্যয়ী ধাওয়ান ]

কেপ টাউনে প্রথম টেস্টের আগে এই নিউল্যান্ডস স্টেডিয়ামেই উলটো উড়েছিল ভারতের জাতীয় পতাকা। সে সময় এখানেই প্র্যাকটিস করছিলেন বিরাটরা। কিন্তু সকলকে অবাক করে দিয়ে পতাকার সবুজ দিকটি উপরে করে তা উত্তোলন করা হয়। নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের প্রেস বক্স সংলগ্ন এলাকায় দক্ষিণ আফ্রিকা, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের পতাকাও উত্তোলিত হয়। সেখানেই ঘটে এই বিপর্যয়। প্র্যাকটিস চলাকালীনই কারও নজরে পড়েছিল সে ঘটনা। তারপরই তড়িঘড়ি সঠিকভাবে পতাকা তোলা হয়। ভুল শিকার করেও নেওয়া হয়। তারপর বেশ খানিকটা সময় গড়িয়েছে। টেস্ট সিরিজ ইতিমধ্যে শেষ হয়েছে। এবং তা পকেটে পুরেছে দক্ষিণ আফ্রিকা। একদিনের সিরিজে অবশ্য গোড়া থেকেই দাপট দেখাচ্ছেন কোহলিরা। প্রথম দুটি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ভারত। নিউল্যান্ডসে হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে নামছেন বিরাটরা। দুরন্ত জয়ে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। কিন্তু তার আগেই ফের বিপর্যয়। আবারও উলটো উড়ল ভারতীয় তেরঙ্গা। দক্ষিণ আফ্রিকা ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পাশে ভারতের যে পতাকা উড়তে দেখা গেল তারও সবুজ অংশ উপরে। গেরুয়া অংশ নিচে। এবারও অবশ্য তড়িঘড়ি কারও নজরে পড়েনি তা। ফলে দীর্ঘক্ষণ এভাবেই উড়ল ভারতীয় পতাকা।

দ্রাবিড়ের বিশ্বজয়ের আকাশে কালো মেঘ কালরা ]

কী করে একই স্টেডিয়ামে ভুলের পুনরাবৃত্তি হল তা নিয়ে প্রশ্ন উঠছে। অতীতের ভুল থেকে দক্ষিণ আফ্রিকা যে কোনও শিক্ষা নেয়নি তা এ ঘটনায় স্পষ্ট। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পতাকা সোজা করা হয়নি। ইতিমধ্যে ঘটনা জানানো হয়েছে বিসিসিআইকেও। দেশের পতাকার এহেন অবমাননায় যারপরনাই ক্ষুব্ধ কর্তারাও। বেশ কিছুক্ষণ পর অবশ্য ভুল শুধরে নেওয়া হয়, সঠিকভাবেই উত্তোলিত হয় ভারতের পতাকা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে