Advertisement
Advertisement

রিও ওলিম্পিকে দেশবাসীর আশা এঁরাই

রিওতেও নয়া নজির গড়বে ভারত৷ আশায় বুক বেঁধেছে দেশবাসী৷

India's athletes who can win medals in Rio Olympics 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 7:46 pm
  • Updated:August 5, 2019 5:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৮-এর সেই দিনটার কথা মনে পড়লে আজও ভারতীয়দের মাথা গর্বে উঁচু হয়৷ যেদিন বেজিং ওলিম্পিকের মঞ্চে শুটিংয়ে প্রথমবার দেশকে সোনা উপহার দিয়েছিলেন অভিনব বিন্দ্রা৷ বাকি বিশ্বকে পিছনে ফেলে ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন দখল করেছিল৷ আরও কয়েক বছর পিছিয়ে গেলে আরেক সাফল্যের কাহিনী চোখের সামনে ভেসে ওঠে৷ ১৯৯৬-এর আটলান্টা ওলিম্পিক৷ সিঙ্গলসে ব্রোঞ্জ ঝুলিতে ভরেছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷ ৪৬ বছর পর কোনও ভারতীয় ব্যক্তিগত বিভাগে পদক জিতেছিলেন সেবার৷ ভারতীয়রা মনে রাখবেন ২০১২ লন্ডন ওলিম্পিকে কীভাবে মহিলা বক্সিংয়ের ছবিটা পাল্টে গিয়েছিল৷ প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে ব্রোঞ্জ জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন মেরি কম৷ রিওতেও নয়া নজির গড়বে ভারত৷ আশায় বুক বেঁধেছে দেশবাসী৷

abhinavbindraaplllll

Advertisement

জাতীয় রাইফেল সংস্থার প্রেসিডেন্ট রণিন্দর সিং শুটারদের পদক জয়ের বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী৷ তিনি বলছেন, ভারত তো শুধু শুটিংয়েই ছ’টা পদক আনবে৷ গতবার ভারতের মোট পদকের সংখ্যা ছিল ৬৷ তবে ক্রীড়ামহল আবেগ সরিয়ে ভবিষ্যদ্বাণী করছে, শুটিংয়ে অভিনব ও গগন নারাংয়ের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি৷ এবার অবশ্য জিতু রাইকেও বাজি ধরছেন অনেকে৷ রিওতেই শেষবার ওলিম্পিকের মঞ্চে নামবেন অভিনব৷ পদকের সংখ্যা বাড়িয়েই কেরিয়ার শেষ করতে চান তিনি৷

Advertisement

leander

অর্জুন অভিনবের মতো এটাই শেষ ওলিম্পিক লিয়েন্ডার পেজেরও৷ হাজার বিতর্ক আর মনোমালিন্যকে পিছনে ফেলে রোহন বোপন্নার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি৷ লক্ষ্য একটাই৷ গতবার যা পারেননি, এবার সেটা পারতেই হবে৷

বহু বছর আগে ভারতীয় হকি দলের জেতা সোনার পদকে ধুলো পড়ে গিয়েছে৷ এবার ওল্টমান্স সেই ধুলো সাফ করতে বদ্ধপরিকর৷ ৩৬ বছরের পদক খরা কাটাতে প্রস্তুত শ্রীজেশ অ্যান্ড কোং৷

deepika-kumari

এদিকে, তিরন্দাজিতে পদক জয়ের ক্ষেত্রে দু’জনকে বাজি ধরা হচ্ছে৷ দু’জনই মহিলা৷ দীপিকা কুমারী এবং লক্ষ্মীরানি মানঝি ও বোম্বেলা দেবীর মধ্যে একজন৷ চলতি বছরই তিরন্দাজিতে ৬৮৬/৭২০ করে বিশ্ব রেকর্ড গড়েছেন দীপিকা৷ রাঁচি কন্যার উপর তাই ক্রীড়ামহলের অগাধ আস্থা৷

saina_web

ব্যাডমিন্টনেও দেশের বাজি এক মহিলাই৷ আলাদা করে বলে দিতে হয় না তিনি সাইনা নেহওয়াল ছাড়া আর কেউ নন৷ বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা এনিয়ে চারবার ওলিম্পিকের কোর্টে নামবেন৷ ব্রোঞ্জকে সোনায় পরিণত করা ছাড়া আর কিছুই ভাবছেন না তিনি৷

647_051016083532

তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল৷ তিনি নির্দোষ৷ জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সবাই তাঁর পাশে দাঁড়িয়েছেন৷ তাই দায়িত্বটাও কয়েকগুণ বেড়ে গিয়েছে৷ কথা হচ্ছে কুস্তিগির নরসিংহ যাদবের৷ পদক জিতে ষড়যন্ত্রকারীদের মুখে সজোড়ে চড় কষাতে চান নরসিংহ৷

Dipa-Karmakar-1

আরেকজন ভারতীয় অ্যাথলিটের দিকে নজর থাকবে ভারতবাসীর৷ হ্যাঁ, ঠিক ধরেছেন৷ ত্রিপুরার বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার৷ প্রথমবার এতবড় মঞ্চে নেমেই কি পদক জিততে পারবেন দীপা? এ নিয়ে দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞরা৷ তবে ভুললে চলবে না, বিশ্বের সেরা পাঁচ জিমন্যাস্টদের মধ্যে থেকেই ওলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন তিনি৷ রিওর টিকিট পেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ২২ বছরের বঙ্গতনয়া৷ ফের মিরাকল ঘটানোর অপেক্ষায় রয়েছেন তিনি৷ হয়তো নাদিয়া কোমানেচির সেই পারফেক্ট ১০-এর রেকর্ড দীপাই ভেঙে দিতে পারেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ