Advertisement
Advertisement

Breaking News

জানেন, কেন এই ক্রিকেটারের নাম ওয়াশিংটন সুন্দর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএল-এ তখনও তাঁর হাত ঘোরেনি৷ বল হাতে তাঁর কেরামতির সাক্ষীও হননি ক্রিকেটপ্রেমীরা৷ কিন্তু তার আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুকে ওয়াশিংটন সুন্দর৷ কারণ একটাই৷ তাঁর নামটি৷ এরকম নাম আগে তো কখনও শোনা যায়নি৷ বস্তুত এরকম নাম যে হতে পারে তাই যেন ভাবা যায় না৷ তাই গোড়া থেকেই তাঁকে নিয়ে হাজারও আলোচনা৷ এতদিনে জানা […]

IPL 2017: Do you know the mystery behind Washington Sundar's name?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2017 3:57 pm
  • Updated:May 18, 2017 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএল-এ তখনও তাঁর হাত ঘোরেনি৷ বল হাতে তাঁর কেরামতির সাক্ষীও হননি ক্রিকেটপ্রেমীরা৷ কিন্তু তার আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুকে ওয়াশিংটন সুন্দর৷ কারণ একটাই৷ তাঁর নামটি৷ এরকম নাম আগে তো কখনও শোনা যায়নি৷ বস্তুত এরকম নাম যে হতে পারে তাই যেন ভাবা যায় না৷ তাই গোড়া থেকেই তাঁকে নিয়ে হাজারও আলোচনা৷ এতদিনে জানা গেল তাঁর নামের রহস্য৷

বিশ্ব আদালতে বড় জয় ভারতের, কুলভূষণের মৃত্যুদণ্ডে জারি স্থগিতাদেশ  ]

Advertisement

দশম আইপিএল প্রায় শেষের মুখে৷ উঠতি ক্রিকেটার হিসেবে বেশ পরিচিতিও পেয়েছেন ওয়াশিংটন৷ এছাড়া সবচেয়ে কম বয়সে আইপিএলে খেলার নজিরও গড়ে ফেলেছেন। আর ঠিক এই সময়েই তাঁর বাবা এম সুন্দর ফাঁস করলেন তাঁর নামের রহস্য৷ আসলে এই নামের নেপথ্যে রয়ে গিয়েছেন একজন প্রাক্তন সেনা৷ তাঁর নাম ছিল পি ডি ওয়াশিংটন৷ এম সুন্দর জানাচ্ছেন, এ ঘটনা তাঁর যুবক বয়সের৷ সে সময় তিনিও খেলাধুলো করতেন৷ আর এই প্রাক্তন সেনা তাঁদের খেলা দেখতে ভালবাসতেন৷ তখন বেশ গরীবই ছিলেন সুন্দররা৷ প্রাক্তন ওই সেনা একেবারে সন্তানস্নেহে তাঁকে সব জিনিসপত্র কিনে দিতেন৷ দেখাশোনা করতেন৷ ১৯৯৯ সালে তিনি প্রয়াত হন৷ আর তারপরই এম সুন্দরের প্রথম সন্তানের জন্ম হয়৷ খুব প্রত্যাশিতভাবেই প্রাক্তন ওই সেনার নামেই তিনি ছেলের নাম রাখেন৷  সেই ছেলেকেই আইপিএল-এ দুরন্ত পারফর্ম করার দৌলতে এখন চিনছে গোটা বিশ্ব৷

Advertisement

মন্দিরের ভিতরে ঢুকে পড়ল ১২ ফুট লম্বা কুমির, তারপর? ]

তবে খেলার আগে থেকেই তাঁর নাম নিয়ে গোটা বিশ্বের কৌতূহল ছিল৷ সে কৌতূহল এতদিনে মেটালেন তাঁর বাবা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ