Advertisement
Advertisement
IPL

আইপিএলের মিনি নিলাম কবে, কোথায়? জানিয়ে দিল বোর্ড

বিশ্বকাপের ভরা বাজারে এল আইপিএলের আপডেট।

IPL auction is set to be held on December 19 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 4, 2023 12:01 pm
  • Updated:March 13, 2024 4:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ভরা বাজারে পাওয়া গেল আইপিএল-এর (IPL 2024) বড় আপডেট। প্রথমবার বিদেশের মাটিতে হতে চলেছে মেগা টুর্নামেন্টের নিলাম। তবে এই নিলাম মিনি নিলাম।  বিসিসিআই-এর তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে নিলাম হবে দুবাইয়ে। ১৯ ডিসেম্বর হবে সেই মিনি নিলাম।
বিশ্বকাপ ধীরে ধীরে এগোচ্ছে নক আউট পর্বের দিকে। ভারত ইতিমধ্যেই পৌঁছে গিয়েছ সেমিফাইনালে। বাকি দলগুলো শেষ চারে পৌঁছনোর জন্য লড়াই চালাচ্ছে। এর মধ্যেই পাওয়া গেল আইপিএল নিলামের খবর। 

[আরও পড়ুন: ‘বিশ্বকাপে নেই, হজম করতে কষ্ট হচ্ছে’, টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে আবেগপ্রবণ হার্দিক]

দুবাইয়েই যে মিনি নিলাম হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে সব ফ্র্যাঞ্চাইজিগুলোকেই। সব ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও জানিয়ে দেওয়া হয়, চলতি মাসের ২৬ তারিখের মধ্যে ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে, ক্রিকেটারদের রিটেইন করার প্রক্রিয়াও সেরে ফেলতে হবে এই সময়ের মধ্যেই। এর আগে খবর ছিল, ১৫ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের ছাড়তে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটার ছাড়ার সময়সীমা বাড়ানো হল আরও। 
এবার প্রতি দলের কাছে ১০০ কোটি টাকার বাজেট থাকবে ২০২৪ মরসুমের দলগঠনের জন্য। গত বছর এই পার্স ৯৫ কোটি টাকার। পাঁচ কোটি টাকা এবার বাড়ানো হয়েছে। ফলে ১০০ কোটির মধ্যে পারফর্ম করতে পারা ক্রিকেটারদের দলগুলো কিনতে পারবে।

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ইডেন ম্যাচের আগে দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ