Advertisement
Advertisement

Breaking News

রাশিয়া বিশ্বকাপে জঙ্গিহানার হুমকি আইএস-এর

আশঙ্কায় আয়োজক দেশ৷

ISIS threatens terror attacks in Russia on 2018 World Cup finals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2017 3:12 pm
  • Updated:October 17, 2017 3:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে যখন জমজমাট অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ, ঠিক তখন আগামী বছর রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সন্ত্রাস হামলার হুমকি দিল ইসলামিক জঙ্গিগোষ্ঠী৷

সম্প্রতি আইসিস-এর তরফে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে৷ যেখানে এক জঙ্গি রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ার একটি স্টেডিয়ামের সামনে৷ পাশে রয়েছে বোমাও৷ যা আইসিস-এর পতাকায় জড়ানো৷ আর রাশিয়া বিশ্বকাপের লোগো দিয়েই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে তারা৷ খেলার মাঠে জঙ্গি হামলার ঘটনা নতুন নয়৷ ২০১৫ সালে ফুটবল মাঠে সন্ত্রাসের চেহারা রাতের ঘুম কেড়েছিল প্যারিসবাসীর৷ খেলা দেখতে এসে আর বাড়ি ফেরা হয়নি বহু দর্শকের৷ আর তাই নতুন করে আইএস-এর এই পোস্টার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে৷ আশঙ্কায় আয়োজক দেশও৷ আগামী বছর ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ার ১১টি শহরে বসবে ফুটবল বিশ্বকাপের আসর৷ ফাইনাল হবে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে৷ যা খবর, ফাইনালের একমাস আগে থেকে ১০ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী ইংল্যান্ড থেকে এসে সেন্ট পিটার্সবুর্গে অস্থায়ীভাবে থাকতে শুরু করে দেবেন৷ যে শহরই গত এপ্রিলে সাক্ষী হয়েছে সন্ত্রাসের৷ বোমা বিস্ফোরণে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন৷

Advertisement

[জন্মদিনে কুম্বলেকে চূড়ান্ত ‘অপমান’ বিসিসিআইয়ের, ক্ষুব্ধ নেটদুনিয়া]

গত সপ্তাহেই আইসিস-এর প্রকাশিত আরও একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল৷ যেখানে জঙ্গিদের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখ৷ এক বিজ্ঞপ্তিতে ইসলামিক স্টেট ঘোষণা করেছিল, আমেরিকা ও রাশিয়ায় হামলার কোনও সুযোগই ছাড়বে না তারা৷ আর সেই কারণেই বিশ্বকাপকে টার্গেট করা হচ্ছে৷ এর আগে আইএস-এর একাধিক হামলা রুখে দিয়েছে মস্কো ও মার্কিন সেনা৷ তবে জেহাদের নামে সন্ত্রাস ছড়ানো জঙ্গিগোষ্ঠীর বিশ্বাস এবার শত্রুপক্ষকে ধ্বংস করে নিজেদের কর্তৃত্ব স্থাপন করবে তারা৷

Advertisement

454BC9E500000578-4987732-image-m-11_1508228330895

স্বাভাবিকভাবেই সবরকম পরিস্থিতির জন্য আগেভাগে সতর্ক থাকছে রাশিয়া৷ বিশ্বকাপের মহাযজ্ঞে চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷ তবে বিশ্বকাপের আগেই এমন হুমকি যে, দর্শকদের আতঙ্কে ফেলে দিল, তা বলাই বাহুল্য৷

[দিন্দা-সামির আগুনে স্পেলে ছারখার কাইফরা, সাত পয়েন্ট বাংলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ