Advertisement
Advertisement
Jhulan Goswami

ঐতিহ্যের এমসিসি-তে বড় দায়িত্ব পেলেন বাংলার ঝুলন

লর্ডসে জীবনের শেষ ম্যাচ খেলেছিলেন বঙ্গতনয়া।

Jhulan Goswami joins MCC World Cricket Committee । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 26, 2023 9:36 pm
  • Updated:June 26, 2023 9:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হলেন বাংলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তাঁর সঙ্গে সদস্য হলেন দুই ইংরেজ ক্রিকেটারও -হেদার নাইট এবং মর্গ্যান।

এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হিসাবে লর্ডসে আগামী বৈঠকে যোগ দেবেন ঝুলন। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি স্বাধীন একটি সংস্থা। বর্তমান ও প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, আম্পায়ার ও বিশ্বের বিভিন্ন প্রান্তের কর্তাদের নিয়ে তৈরি এই কমিটি।

Advertisement

[আরও পড়ুন: চর্চায় ফের উঠে এলেন দুই মহাতারকা, রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কী বলছেন মেসি?]

বল হাতে গতির জন্য বিখ্যাত ছিলেন ঝুলন গোস্বামী। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচে নেমেছিলেন লর্ডসে। গার্ড অফ অনার দেওয়া হয়েছিল। প্রায় দু’দশকের ক্রিকেট কেরিয়ারে সাদা বলের ক্রিকেটে ৩০০টি উইকেট নেন ঝুলন। খেলেছেন ২৭২টি ম্যাচ। ১২টি টেস্ট ম্যাচ থেকে ৪৪টি উইকেট সংগ্রহ করেন ঝুলন।

Advertisement

চলতি বছরের এপ্রিলে এমসিসি-র সাম্মানিক সদস্য হন তিনি। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির প্রধান এখন ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইক গ্যাটিং। তিনি বলেছেন, ”ঝুলন, হেদার ও মর্গ্যানকে স্বাগত জানাই। এই তিন ক্রিকেটার সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছে এবং এদের অভিজ্ঞতা কাজে লাগবে কমিটির।”

[আরও পড়ুন: কাউন্টিতে দাপট দুই ভারতীয়র, অর্শদীপ নিলেন দুই উইকেট, প্রথম বলেই আঘাত হানেন সাইনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ