Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর প্রশ্নের উত্তরে সবাইকে চমকে দিলেন জোয়ালা!

গুট্টার প্রশ্ন, আচ্ছা, ক্রীড়াজগতের কোনও পুরুষ নিজের শরীরের ছবি পোস্ট করলেও কি এই সব কমেন্টই করা হয়?

Jwala Gutta reacts on the comment of her Dresses
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 3:17 pm
  • Updated:November 27, 2016 3:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর শাড়ি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল৷ শুধু ছবিই নয়, তাঁর উন্মুক্ত পিঠ নিয়েও চর্চার শেষ নেই৷ প্রথমে বিষয়টিকে বিশেষ পাত্তা দেননি তিনি৷ কিন্তু এ ধরনের মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অবশেষে মুখ খুললেন জোয়ালা গুট্টা৷

cx9kibluqaiyrek

Advertisement

টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় তাঁর পোশাক ও শরীর নিয়ে চলতে থাকা চর্চায় স্ম্যাশ হানলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷ অর্জুন পুরস্কার প্রাপক জোয়ালার মতে, সমাজের কিছু মানুষের হীনমন্যতাই উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়৷ তাদের কাছে মহিলারা শুধুই পণ্য৷ শরীর ছাড়া নারীদের আর কোনও অস্তিত্ব নেই৷ তাদের পারফরম্যান্স, দক্ষতা, সাফল্য সবই গৌণ৷ “এই সব ঠাট্টা যারা করে তারা ভুলেই যায়, যে আমরাও বাকি পাঁচজন সাধারণ মানুষের মতোই৷ যে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে চায়৷ এর মানে এই নয়, যে আপনি কোনও আপত্তিকর শব্দ আমার সঙ্গে জুড়ে দেবেন৷ ছবিতে এ ধরনের কমেন্ট দেখলে আমার পরিবারের লোকেদেরও খারাপ লাগে৷” বলেন গুট্টা৷

Advertisement

jwala

ঘটনার সূত্রপাত হায়দরাবাদি শাটলারের শাড়ি ও লেহেঙ্গা পরা ছবি পোস্ট থেকে৷ সম্প্রতি এক ডিজাইনারের তৈরি পোশাক পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি৷ সেই ছবি দেখে একজন লেখেন, “সেক্সি৷ কিন্তু ইনি কি পর্নস্টার? না অভিনেত্রী? নাকি খেলোয়াড়?” এরপর ছবিতে এ ধরনের আরও কিছু কমেন্ট পড়ে৷

jwala11

কমনওয়েলথ সোনাজয়ী জোয়ালা বলেন, “পাঁচ বছর আগে ছবিতে এসব কমেন্ট দেখলে আমি ছবিগুলি ডিলিট করে দিতাম৷ মন খারাপ হয়ে যেত৷ সেই পরিস্থিতিটা কাটিয়ে এখন উঠেছি৷ এখন আর এসব আমায় প্রভাবিত করে না৷ আমি নিজের জন্য সাজগোজ করি৷ অন্যরা কী ভাবল, তা নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই৷ আর সমাজের এ ধরনের মানুষদের মুখ কীভাবে বন্ধ করতে হয় তা আমার ভালই জানা আছে৷” গুট্টার প্রশ্ন, ”আচ্ছা, ক্রীড়াজগতের কোনও পুরুষ নিজের শরীরের ছবি পোস্ট করলেও কি এই সব কমেন্টই করা হয়?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ