Advertisement
Advertisement

Breaking News

মোহনবাগানে সই করলেন কাটসুমি

আপাতত কাটসুমি ছাড়া অন্য কোনও ফুটবলারের নাম এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে৷

Katsumi signs for Mohunbagan once again
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 20, 2016 10:54 am
  • Updated:September 20, 2016 11:05 am

স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগ থেকে অনূর্ধ ২২-এর কোটাকেই বেছে নিতে চাইছে মোহনবাগান৷ ঘরোয়া লিগের খেলা শেষ৷ রবিবার মহামেডানের কাছে হেরে আপাতত লিগ অভিযান শেষ করেছে সবুজ-মেরুন৷ এবার আই লিগ নিয়ে ক্লাবের অন্দরমহলে ভাবনা শুরু হবে৷ আর ঘরোয়া লিগ শেষ হতে না হতেই জানা গেল ফের ক্লাবে আসছেন কাটসুমি৷ সইও করেছেন তিনি৷

যদিও কাটসুমি ছাড়া আর কোনও নাম এখনও প্রকাশ্যে আসেনি৷ তাই আগামী আই লিগে কারা খেলবেন তাই নিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা৷ কোচ শঙ্করলাল চক্রবর্তী আপাতত খেলোয়াড় তালিকা তুলে দেননি৷ ক্লাবকর্তারা কবে বসবেন তাও কারও জানা নেই৷ তবে ক্লাবের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে৷ কয়েকজন ফুটবলারের নাম৷ আইএসএল খেলতে যাওয়া তিন ফুটবলার প্রবীর দাস, সঞ্জয় বালমুচু ও রাজু গায়কোয়াড়ের থাকা নিয়ে কোনও সংশয় নেই৷ কিন্তু বাকিদের নিয়ে ক্লাবকে এখনও ভাবতে হচ্ছে৷ যদিও আজহার, রবিনসন, সার্থক দলুই-এর পারফরম্যান্সে ক্লাবকর্তারা খুশি৷ এমনকী সৌরভের খেলাতেও সকলে সন্তোষ প্রকাশ করছেন৷

Advertisement

ঘরোয়া লিগের সঙ্গেই শঙ্করলাল চক্রবর্তীর জমানা আপাতত শেষ৷ এবার থেকে শুরু হয়ে গেল সঞ্জয় সেনের দিন৷ কোচ সঞ্জয় সেন ঘরোয়া লিগ নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে নারাজ৷ যেখানে তিনি দায়িত্বে ছিলেন না সেই প্রসঙ্গে কোন কথা বলতে তিনি রাজি নন৷ এমনকি তিনি বলছেন ঘরোয়া লিগের নব্বই শতাংশ ফুটবলার আই লিগে থাকবে না অতএব এই নিয়ে মন্তব্য তিনি করবেন না৷ যদিও কথা প্রসঙ্গে বারবার টেনে আনলেন আজহার, রাজু, প্রবীরদের কথা৷ এই ফুটবলাররা ভাল খেলেছেন৷ নিজেদের পছন্দসই জায়গা পেয়েছেন বলেই হয়ত ভাল খেলেছেন বললেন সঞ্জয় সেন৷  আই লিগ নিয়ে কোনও ভাবনা তাঁর রয়েছে কি না জানতে চাইলে সঞ্জয় বেশ বিরক্তই হলেন৷ ক্লাবের সঙ্গে কোন আলোচনা এখনও হয়নি তাঁর ফলে আই লিগ নিয়ে এখনো কিছু ভাবেননি৷ তিনি জানালেন  স্পনসর নিয়েও কথা বলা প্রয়োজনীয়৷ জানতে হবে, ফুটবলারদের পেমেণ্ট নিয়ে কোনও সমস্যা দেখা দেবে কিনা৷ এসব জানার পরেই তিনি বলতে পারবেন তাঁর  চিন্তা-ভাবনা৷

Advertisement

আপাতত কাটসুমি ছাড়া অন্য কোনও ফুটবলারের নাম এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে৷ অবশ্য সই না করে কাটসুমির উপায়ে ছিল না কারণ তিনি এবার নর্থ-ইস্টের হয়ে আইএসএল খেলবেন৷ এই দল মোহনবাগানের থেকে লিয়েন নেবে ফলে তিনি সই না করলে লিয়েন নেওয়া নিয়ে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভবনা ছিল৷ যদিও সোনি নর্ডি কে নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে তাও চূড়ান্ত কোনও ঘোষণা হয়নি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ