Advertisement
Advertisement

জন্মদাত্রীকে অভিনব সম্মান জানালেন বিরাট-ধোনিরা

মাকে সম্মান জানানোর সেই ভিডিওটি দেখে নিন ক্লিক করে৷

Kohli, Dhoni and Rahane's touching tribute to their mothers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 6:29 pm
  • Updated:October 17, 2016 6:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মসূত্রে সন্তানের গায়ে চাপে বাবার নাম৷ স্কুলে ভর্তি হওয়ার সময়ও বাবার নাম জিজ্ঞেস করা হয়৷ বাবার পদবিতেই সন্তানের পরিচয়৷ তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজে বংশ পরম্পরায় এমনটাই হয়ে আসছে৷ আর এ সবের মধ্যে কোথায় যেন হারিয়ে যায় সেই মহিলার নাম, যিনি সন্তানের জন্ম দেন, বাচ্চার হাত ধরে স্কুলে ভর্তি করতে নিয়ে যান আর স্বামীর সঙ্গে সুখে সংসার করতে হাসি মুখে নিজের বাবার দেওয়া পদবি ত্যাগ করেন৷ এমনটা কেন হয়? উত্তর অজানা৷ শুধু জানা আছে, আগেও হয়ে এসেছে, এখনও হয়৷ এবার এই ভাবধারাতেই সজোরে আঘাত করলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ পুরনো ভাবনা চিন্তা ভুলে আম আদমিকে নতুনভাবে ভাবার দিশা দেখালেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে৷ অভিনব পদ্ধতিতে মাকে সম্মান জানালেন তাঁরা৷

সরোজ কোহলিকে চেনেন? কিংবা দেবকী সিং ধোনিকে? দেশের সেরা ক্রিকেটারদের যাঁরা নিজে হাতে গড়েছেন, তাঁরাই অন্ধকারে থেকে গিয়েছেন৷ এবার তাঁদের নামের জার্সি পরলেন ছেলে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি৷ স্টার চ্যানেলের বিজ্ঞাপনে নতুন জার্সিতে দেখা গেল অজিঙ্ক রাহানেকেও৷ মা-কে এমন অভিনব সম্মান দেওয়ায় নিঃসন্দেহে গর্বিত দেশের প্রত্যেক মা৷

Advertisement

মাকে সম্মান জানানোর সেই ভিডিওটি দেখে নিন ক্লিক করে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ