Advertisement
Advertisement

Breaking News

বরুশিয়ার টিম বাসে বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়, মিলল সন্দেহজনক চিঠি

জঙ্গিহানার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না জার্মান পুলিশ৷

letter found from thespot of bomb blast that rocked Borussia Dortmund
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2017 11:52 am
  • Updated:April 12, 2017 11:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরুশিয়া ডর্টমুন্ডের টিম বাসের কাছে হওয়া বিস্ফোরণের তদন্তে নেমে নয়া তথ্য হাতে এল জার্মান পুলিশের৷ বিস্ফোরণ স্থলে পাওয়া এক চিঠিকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে৷ “যাতে লেখা ঘটনার দায় স্বীকার করে নিচ্ছি৷” এরপর কোনওভাবেই জঙ্গিহানার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় পুলিশ৷ তাদের প্রাথমিক অনুমান, বিস্ফোরক রাখা ছিল বাসের ছাদের উপর৷ সরকারি কৌঁসুলি স্যান্ড্রা লুইকে মঙ্গলবার বলেন, এর সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগ থাকতে পারে৷ তবে সেই ধারণা কতটা সঠিক, তা যাচাই করা হচ্ছে৷

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে যাওয়ার পথে কেঁপে উঠল বরুশিয়া ডর্টমুন্ডের টিম বাস৷ একবার, দু’বার নয়৷ পরপর তিন বার৷ ঘটনায় গুরুতর জখম হন ডিফেন্ডার মার্ক বার্ত্রা৷ তাঁর কবজিতে অস্ত্রোপচার করতে হয়৷ এই ঘটনার জেরে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ৷ মঙ্গলবার রাতের বদলে বুধবার মোনাকোর বিরু‌দ্ধে নামবে বরুশিয়া৷

Advertisement

[খোশমেজাজে নাচছেন ‘ক্যাপ্টেন কুল’, ভাইরাল ভিডিও]

ডর্টমুন্ড থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ইদুনা পার্কের এক হোটেলে ছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের কোচ-ফুটবলাররা৷ ম্যাচের জন্য যখন টিম বাস ছাড়ে, ঠিক তখনই হয় বিস্ফোরণ৷ ভেঙে যায় জানলার সব কাঁচ৷ আশঙ্কা করা হচ্ছে সেই কাঁচের টুকরো থেকেই আহত হয়েছেন বার্ত্রা৷ চ্যাম্পিয়ন্স লিগের মতো খেলায় এই ধরনের ঘটনা হওয়ার পর অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে গোটা শহর জুড়ে৷ খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ফাঁকা করে দেওয়া হয় গ্যালারি৷ কড়া নিরাপত্তায় রাখা হয়েছে মোনাকো দলকে৷ তারাও রওনা দিয়েছিল স্টেডিয়ামের উদ্দেশ্যে৷ গোটা ডর্টমুন্ড শহর জুড়ে এখন চলছে রেড অ্যালার্ট৷

Advertisement

[আধার যোগ না থাকলে এবার ব্লক হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট]

বরুশিয়ার তরফ থেকে একজন বলেন, “বাস ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গে কানে বিকট এক আওয়াজ আসে৷ খুব কাছে যেন কোনও আতসবাজি ফাটল, যার শব্দ অনেক বেশি৷ সঙ্গে সঙ্গে জানলার কাচগুলো ছিটকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়৷ ওগুলোতেই বার্ত্রার হাতে চোট লাগে৷ অন্যরা অবশ্য ঠিকঠাক আছে৷ তবে সবাই আতঙ্কিত৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ