Advertisement
Advertisement

হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় আজহারকে ঢুকতে বাধা, বিতর্ক তুঙ্গে

এমনকী দুর্ব্যবহারও করা হয় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে।

Mohammad Azharuddin ‘humiliated’ by HCA officials
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 8, 2018 8:51 am
  • Updated:January 8, 2018 8:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে জড়াল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এইচসিএ। রবিবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছিল এইচসিএ-এর বিশেষ সাধারণ সভা। আর সেখানেই ঢুকতে দেওয়া হল না প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে। এমনকী তাঁর সঙ্গে নাকি করা হয় দুর্ব্যবহারও। অভিযোগ করেছেন প্রাক্তন এই ক্রিকেটার। পরে যদিও বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি।

[জীবনযুদ্ধে লড়াই শেষ, হাসপাতালে মৃত্যু বিশ্বজয়ী ভারত্তোলকের]

ম্যাচ গড়াপেটা কাণ্ডে দীর্ঘদিন ক্রিকেটের মূলস্রোত থেকে দূরে থাকতে হয়েছিল। নির্বাসিত করেছিল খোদ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু পরবর্তীকালে সেই নির্বাসন উঠে যায় প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিনের উপর থেকে। তবে এখনও কিন্তু তাঁকে থাকতে হচ্ছে সেই ব্রাত্যই। রবিবারের ঘটনা ফের সেটাই প্রমাণ করল। জানা গিয়েছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় শুধু ঢুকতে দেওয়া নয়, এইচসিএ-র কর্মকর্তারা নাকি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করতেও হয়। এমনকী সভায় উপস্থিত বেশ কয়েকজন কর্মকর্তা প্রেসিডেন্ট জি বিবেকানন্দকে প্রশ্ন করেন, তিনি যাতে আজহারউদ্দিনকে বের করে দেন। ঘটনা প্রসঙ্গে আজহারের বক্তব্য, ‘আমাকে যখন নির্বাসিত করা হয়েছিল, তখন আমি এইচসিএ-তে একবারের জন্যও প্রবেশ করিনি। কিন্তু বিসিসিআই আমার উপর থেকে সমস্ত নির্বাসন তুলে নিয়েছে। তাই আমাকে বৈঠকে যোগ দিতে আটকানোর অধিকার কারোর নেই।’

Advertisement

[সুনীলের বিশ্বমানের গোলে বেঙ্গালুরুর কাছে হার এটিকে-র]

এর পাশাপাশি আরও এক বিতর্কে জড়িয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, লোধা কমিশনের সুপারিশ এখনও মানতে পারেনি তাঁরা। যদিও সংস্থার প্রেসিডেন্টের দাবি, সভায় লোধার সমস্ত সুপারিশ বিনা বাধায় পাশ হয়ে গিয়েছে। তবে কর্মকর্তাদের মতে, সংস্থায় এই মুহূর্কে স্বচ্ছতা নেই। লোধার সুপারিশ মানার আগে সংস্থার কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনা হোক। এমনকী খুব তাড়াতাড়ি নির্বাচনের পক্ষেও সওয়াল করেছেন তাঁরা। এই প্রসঙ্গে আজহারের বক্তব্য, ‘হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে এখন সবকিছুই অগণতান্ত্রিকভাবে হচ্ছে। আমরা সেটাকে দূর করার চেষ্টা করছি। সংস্থার প্রতি আমার নিষ্ঠা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমি ক্রিকেটকে কিছু ফেরাতেই এখানে এসেছি। আমি চাই না খেলোয়াড়রা খারাপ কোনও কিছুর জন্য ভুক্তভোগী হোক। আমি যাতে বৈঠকে যোগ দিতে পারি, সেজন্য অনেকেই সাহায্য করেছে। তাঁদের প্রত্যেকে অনেক ধন্যবাদ।’

Advertisement

[শচীনের মেয়েকে ফোনে প্রেম নিবেদন, গ্রেপ্তার মহিষাদলের যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ