Advertisement
Advertisement

Breaking News

রিপ্লের দাবিতে অনড় বাগান, জমা পড়ল ম্যাচের রিপোর্ট

সিকোয়েন্স মেনে কি রিপ্লে ম্যাচ দেওয়া সম্ভব?

Mohunbagan vs tollygunge Agragami match follow up
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 9:26 pm
  • Updated:August 30, 2016 9:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি কলকাতা লিগে মোহনবাগানের ভবিষ্যৎ কী? মঙ্গলবার কেটে গেলও সে ছবি এখনও স্পষ্ট হল না৷

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচের রিপ্লের দাবিতে এখনও পর্যন্ত অনড় মোহনবাগান কর্তারা৷ ক্লাব সভাপতি স্বপন সাধন বোস ও সচিব অঞ্জন মিত্র সোমবারই সাফ জানিয়ে দিয়েছিলেন, ম্যাচের রিপ্লে না হলে চলতি ঘরোয়া লিগে আর কোনও ম্যাচ খেলবেন না তাঁরা৷ বিষয়টি ক্লাবের তরফে আইএফএ-কে লিখিতভাবে জানানো হয়েছে৷ উল্টোদিকে টালিগঞ্জ রিপ্লে খেলতে নারাজ৷ এদিকে, মঙ্গলবার আইএফএ-তে মোহনবাগান বনাম টালিগঞ্জের পরিত্যক্ত ম্যাচের রিপোর্ট জমা দিয়েছেন ম্যাচ কমিশনার উদয়ন হালদার৷ বুধবার বিকেলে লিগ সাব কমিটির সঙ্গে বৈঠকে বসতে পারেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়৷ বৈঠকের পর কলকাতা লিগ নিয়ে জট অনেকটাই কেটে যাবে বলে ধারণা ফুটবলমহল৷

Advertisement

mb1_web

Advertisement

উল্লেখ্য, সোমবার ঘরের মাঠে মোহনবাগান বনাম টালিগঞ্জের ম্যাচকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আজহারের গোল অফসাইড বলে বাতিল করে দেন সহকারী রেফারি উজ্জ্বল হালদার৷ ম্যাচের ফল তখন ১-১৷ তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় মোহনবাগান মাঠ৷ রেফারির সিদ্ধান্ত প্রতিবাদে মাঠে নেমে আসেন হাজার হাজার সমর্থক৷ সেই কারণে আর খেলা শুরু করা সম্ভব হয়নি৷

ইতিমধ্যেই বেশ কয়েকটা প্রশ্ন ময়দানে ঘুরপাক খাচ্ছে৷ সিকোয়েন্স মেনে কি রিপ্লে ম্যাচ দেওয়া সম্ভব? সেক্ষেত্রে পুরো ক্রীড়াসূচিতেই হয়তো বদল আনতে হবে৷ আবার ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিয়েছেন, ৭ সেপ্টেম্বরের পর বড় ম্যাচ খেলা তাঁদের পক্ষে মুশকিল৷ কারণ তারপরই আইএসএল-এর জন্য অনেক ফুটবলারকে ছেড়ে দিতে হবে৷ মোহনবাগানের ভবিষ্যত জানতে তাই আইএফএ-র সিদ্ধান্তের অপেক্ষাতে রয়েছেন ক্লাব সমর্থকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ