Advertisement
Advertisement

পাক জার্সিতে লেখা হল ধোনির নাম, তাজ্জব ক্রিকেটদুনিয়া

কেন পাকিস্তানের জার্সিতে লেখা হল ধোনির নাম?

MS Dhoni's Pakistani Fan Makes Heads Turn At MCG
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 4:40 pm
  • Updated:December 29, 2016 9:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট চলছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার৷ সেখানে মহেন্দ্র সিং ধোনির উপস্থিত থাকার কোনও প্রশ্নই নেই৷ কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঢোকার মুখে দর্শকরা তাজ্জব হলেন একটি জার্সি দেখে৷ সেই সাত নম্বর, নিচে লেখা ধোনি৷ কিন্তু অবাক হতে হল জার্সিটিকে দেখেই৷ কেননা ভারতের চিরাচরিত নীল জার্সির বদলে এ ছিল আসলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের জার্সি৷

কেন পাকিস্তানের জার্সিতে লেখা হল ধোনির নাম? আসলে এ কাণ্ড ধোনির এক পাক ভক্তের৷ দলকে সমর্থন জানাতে তিনি হাজির হয়েছিলেন অষ্ট্রেলিয়ায়৷ কিন্তু এদিকে আবার তিনি ধোনিরও বড় ভক্ত৷ তাই দুটোকেই মিলিয়ে মিশিয়ে এই কাজ করেছেন৷ জার্সি পরেছেন নিজের দেশের৷ কিন্তু নাম লেখা ভারতের একদিনের ক্রিকেটের অধিনায়কের৷ দেশ ও ক্রিকেটার- নিজের দুই ভালবাসার কথা ব্যক্ত তো করে দিয়েছেন ধোনির ‘জাবরা’ ফ্যান৷ কিন্তু তাঁর কাণ্ড দেখে চোখ কপালে দর্শকের৷ ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি৷ তাই সকলেরই চোখে পড়ছিল তাঁর জার্সির দিকে৷ আর অবাক হচ্ছিলেন৷ পাকিস্তানের জার্সিতে যে ধোনির নাম লেখা থাকতে পারে, এ দৃশ্য কেউ কখনও কল্পনাই করতে পারেননি৷

Advertisement

ক্রিকেটকে ভালবেসেই এরকম পাগলামি করে থাকেন ফ্যানরা৷ তবে তাতে ঝুঁকিও কম নয়৷ এই মাসেরই গোড়ার দিকে শাহিদ আফ্রিদির জার্সি পরে অসমে গ্রেফতার হয়েছিলেন এক ফ্যান৷ কিন্তু এরকম নমুনা থাকা সত্ত্বেও হটকে কাজ করতে পিছপা হন না ফ্যানরা৷ এই ভক্ত তাই-ই করে দেখালেন৷ আসলে ফ্যান যদি জাবরা হয়, তবে পাগলামিতে কী না হয়!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ