Advertisement
Advertisement

বিরাটকে হারিয়ে সেরা টেস্ট একাদশে সৌরভ!

সেরা স্পিনারের তকমা গায়ে তুললেন টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে জায়গা না পাওয়া হরভজন সিং৷

No place for Virat Kohli in Cricket Australia's Greatest India Test XI

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2016 12:59 pm
  • Updated:July 8, 2022 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন৷ বাইশ গজে তাঁর আগ্রাসনের প্রশংসায় পঞ্চমুখ ভিভ রিচার্ডস থেকে গ্যারি সোবার্স৷ তাঁকেই আগামী এক দশক ভারতীয় টেস্টের ভবিষ্যৎ বলে মনে করেন কোচ অনিল কুম্বলেও৷ অথচ অস্ট্রেলিয়ার প্রকাশিত ভারতীয় সেরা টেস্ট একাদশে ঠাঁই হল না বিরাট কোহলির! না বিশ্বাস হলে আবার পড়ুন৷ এটাই সত্যি৷

৫০ হাজার ভোটের ভিত্তিতে ভারতের সর্বকালের সেরা টেস্ট দল বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ যেখানে বাদ পড়েছেন বিরাট৷ টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন না থাকলেও ওয়ানডে ক্যাপ্টেন রয়েছেন৷ সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ ৯৩ শতাংশ ভোট পেয়ে বাকিদের অনেক পিছনে ফেলে দিয়েছেন ক্যাপ্টেন কুল৷ সেরা ওপেনিং জুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে সুনীল গাভাসকর ও বীরেন্দ্র শেহবাগকে৷

Advertisement

তাহলে তিন নম্বরে কে ব্যাট করতে নামছেন? অবশ্যই দ্য ওয়াল রাহুল দ্রাবিড়৷ ৭৬ শতাংশ ভোট পেয়ে জয়ী তিনি৷ ৭৭ শতাংশ ভোটে জয়ী শচীন তেণ্ডুলকর নামছেন ৪ নম্বর ব্যাটসম্যান হিসেবে৷ ৫ নম্বর ব্যাটসম্যান বাছাইয়ের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ ও বিরাট কোহলির মধ্যে জোর লড়াই চলে৷ ভোটের নিরিখে সৌরভকে হারালেও লক্ষ্মণের কাছে হার মানেন দিল্লির তরুণ তুর্কি৷ ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে আবার কোহলিকে হারিয়ে দেন সৌরভ৷ তাই আর সেরার সেরায় থাকার সৌভাগ্য হল না বিরাটের৷ পেসার হিসেবে দলে রয়েছেন কপিল দেব ও জাহির খান৷ আর সেরা স্পিনারের তকমা গায়ে তুললেন টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে জায়গা না পাওয়া হরভজন সিং৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ