Advertisement
Advertisement

দুর্গোৎসবের আবহে আজ শুরু আইএসএল থ্রি

৩০মিনিটের অনুষ্ঠানের পর সন্ধে ৭টায় শুরু এই মরশুমের প্রথম ম্যাচ৷

NorthEast United-Kerala Blasters clash to kick start new season of ISL
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2016 5:43 pm
  • Updated:October 1, 2016 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিভিতে বিজ্ঞাপনের কৃপায় ইতিমধ্যেই ফুটবলপ্রেমীরা জেনে গিয়েছেন, কবে থেকে আইএসএল তিন শুরু, উদ্বোধনী অনুষ্ঠানে কাদের পারফর্ম করতে দেখা যাবে, ইত্যাদি৷ কিন্তু প্রশ্ন হল এবারের আইএসএল নিয়ে কি তেমন মাতামাতি হচ্ছে? বাকি রাজ্যে হলেও কলকাতার দিকে তাকালে কিন্তু উত্তরটা খুব একটা ইতিবাচক হবে না৷ কারণ দু’টো৷ এক, ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে, সেটা জানতেই বেশি আগ্রহী মানুষ৷ আর দুই অবশ্যই দুর্গাপুজো৷

দেশের মাটিতে ২৫০ তম ম্যাচ চলছে ইডেনে৷ টিকিট কেটে ম্যাচ দেখতে যাওয়া তো দূর, দুর্গোৎসবের ফাঁকে প্রতিপক্ষ কে তাও জেনে ওঠা হচ্ছে না ক্রিকেটপ্রেমীদের৷ দেশের সবচেয়ে জনপ্রিয় খেলার হাল যদি বাংলায় এই হয়, তাহলে এবারের আইএসএল কলকাতায় কতটা সুপারহিট হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যায়৷

Advertisement

এদিকে আবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য পরিচিত যুবভারতী স্টেডিয়ামে ম্যাচের আয়োজনও করা সম্ভব নয়৷ তাই রবীন্দ্র ভারতীকেই বেছে নিয়েছে এটিকে৷ রবিবার প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে যখন হেল্ডার পোস্তিগারা নামবেন, তখনই পরিষ্কার হয়ে যাবে এবার লিগ নিয়ে ভক্তরা উৎসাহ কতটা৷ তবে আগের দু’বারের মতো এবারও টুর্নামেন্টকে সফল করতে সবরকম প্রয়াস করছে আইএমজি রিলায়েন্স৷ তৃতীয় মরশুমের উদ্বোধনী দিনকে তাই সুপার স্যাটারডে বানাতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ যেখানে মঞ্চ মাতাবেন বি-টাউনের আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্ডেজ ও বরুণ ধাওয়ান৷ আর সেই অনুষ্ঠান দেখতে উপস্থিত থাকবেন কেরালা ব্লাস্টার্সের অন্যতম মালিক শচীন তেণ্ডুলকর, চেন্নাই দলের অন্যতম মালিক এমএস ধোনি, মুম্বই এফসি সহ-কর্ণধার রণবীর কাপুর, ওলিম্পিকে রুপোজয়ী শাটলার পি ভি সিন্ধু-সহ অনেকে৷

৩০মিনিটের অনুষ্ঠানের পর সন্ধে ৭টায় শুরু এই মরশুমের প্রথম ম্যাচ৷ গত বছর জন আব্রাহামের নর্থ-ইস্ট ইউনাইটেড ও শচীনের কেরল সেমিফাইনালে পৌঁছতে পারেনি৷ এবার তাই শুরু থেকেই জোর লড়াইয়ে নামবে দুই দল৷ গত বছর গুয়াহাটির দলকে ৩-১ গোলে হারিয়েছিল কেরল৷ দুই দলের দুই মার্কি তারকার দিকেই এবার নজর থাকবে দর্শকদের৷ কেরলের অ্যারন হিউজ ও ইউনাইটেডের দিদিয়ের জোকোরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement