Advertisement
Advertisement

Breaking News

বোর্ডের সভাপতি হওয়া প্রসঙ্গে এবার মুখ খুললেন সৌরভ

বোর্ড মানেনি, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অনুযায়ী লোধা কমিটির সুপারিশ কি মেনে চলবে সিএবি?

Not eligible to head BCCI, Says Sourav Ganguly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 2:07 pm
  • Updated:July 8, 2022 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে স্বচ্ছতা আনার জন্য লোধা কমিটির সুপারিশ মানতে চায়নি বিসিসিআই৷ আর সেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট৷ অপসারিত করা হয় বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকেকে৷ তারপরই জল্পনা শুরু হয়, দেশের ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মসনদে কে বসবেন তা নিয়ে৷ ফেভরিটদের মধ্যে উঠে আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম৷ কিন্তু দাদা নিজে যা বললেন, তাতে তাঁর ভক্তদের মন খারাপ হয়ে গেল বৈকি৷

সিএবি সভাপতি মঙ্গলবার জানিয়ে দিলেন, বিসিসিআই সভাপতির দৌড়ে তিনি কোনওভাবেই প্রথম সারিতে নেই৷ “এই পদের জন্য আমার নাম ওঠার কোনও মানেই হয় না৷ আমি এর যোগ্য নই৷ বাংলা ক্রিকেট সংস্থায় সভাপতি হিসেবে আমার সবে এক বছর কেটেছে৷ আরও দু’বছর বাকি৷ তাই বোর্ড সভাপতির দৌড়ে আমি নেই৷” সাফ জানিয়ে দেন সৌরভ৷ আর এতেই হতাশ হাজার হাজার ক্রিকেটভক্ত৷ শুধু সমর্থকরাই নন, ক্রিকেটমহলের একটা বড় অংশেরও ধারণা ছিল, ক্রিকেটার সৌরভের পর প্রশাসক সৌরভও যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, তাতে অনুরাগের উত্তরসূরি হিসেবে তাঁকে ভাবা যেতেই পারে৷ ভারতীয় ক্রিকেট তাঁর হাত ধরেই নয়া সূর্যোদয় দেখবে৷ কিন্তু সৌরভ নিজেই এমন কথা জানানোয় তাঁর বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জল্পনায় অনেকটাই ভাটা পড়ল৷

Advertisement

বোর্ড মানেনি, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অনুযায়ী লোধা কমিটির সুপারিশ কি মেনে চলবে সিএবি? এই প্রশ্নের উত্তরে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেন, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করার কোনও প্রশ্ন উঠছে না৷ এ বিষয়ে বুধবার বৈঠকে বসবেন সংস্থার কর্তারা৷

Advertisement

সৌরভ নিজেকে এই প্রতিযোগিতার মধ্যে না রাখলেও লোধা কমিটি কিন্তু অন্য কথা বলছে৷ একটি সংবাদমাধ্যমকে কমিটির তরফে জানানো হয়, এই পদের জন্য যৌগ্য সৌরভ৷ কমিটি এর কারণও ব্যাখ্যা করেছে৷ গত ২৭ মাস সিএবি’র প্রশাসকের ভূমিকায় রয়েছেন তিনি৷ নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি রাজ্য সংস্থায় ৩৬ মাসের কম সময় থাকলে তিনি বিসিসিআই-এর সভাপতির পদে বসার যোগ্য৷ অর্থাৎ আগামী ন’মাসের মধ্যে বোর্ড নির্বাচন হলে সৌরভের সভাপতি না হওয়ার কোনও কারণ দেখছে না লোধা কমিটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ