সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ঘটনা পুরো জীবনটাই পাল্টে দিল অস্কার পিস্টোরিয়াসের৷ ২০১৩ সালের ভ্যালেনটাইন্স ডে-তে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগের পর থেকে একের পর এক শাস্তি ভোগ করে চলেছেন এই প্রোটিয়া ব্লেডরানার৷ সম্প্রতি আদালতে তাঁকে কৃত্রিম পা ছাড়াই হেঁটে দেখাতে হয়েছিল৷ এবার শিউরে ওঠার মতো হুমকি পেলেন তিনি৷ জেলে তাঁকে গণধর্ষক করা হবে!
কে দিল এমন ভয়ঙ্ক হুমকি? কোন অপরাধেই বা এমন হুমকি দেওয়া হল তাঁকে?
পিস্টোরিয়াসের পরিবার সূত্রে খবর, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোবাইলে মেসেজ করে হুমকি দিয়েছে, প্রোটিয়া অ্যাথলিটের পক্ষে আদালতে যেসব নথি-পত্র পেশ করা হয়েছে, তার জন্য সেই ব্যক্তিকে অর্থ দিতে হবে৷ নাহলে জেলে ফিরলেই তাঁকে মারধর করা হবে৷ সেই ব্যক্তি জোর দিয়ে বলতে থাকে, সে বেশ কিছু লোককে বলে রাখবে যাতে পিস্টোরিয়াস জেলে ঢুকলেই তাঁকে মারধর করা হয়৷ এমনকী তাঁকে গণধর্ষণ করার হুমকিও দেয় সে!
চলতি মাসের ১৬ তারিখ বান্ধবীর হত্যা মামলায় পিস্টোরিয়াসের শুনানি ছিল৷ তারপরই এই হুমকির মেসেজটি পায় তাঁর পরিবার৷ এমন মেসেজ পাওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে পিস্টোরিয়াস পরিবারে৷ পুলিশকে গোটা ঘটনার কথা জানানো হয়েছে৷ কে বা কারা এমন হুমকি দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷
উল্লেখ্য, বান্ধবীকে হত্যার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল প্যারা-ওলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিটকে৷ কিন্তু গত বছর অক্টোবরে জামিনে মুক্তি পান তিনি৷ বান্ধবীকে ভুলবশত হত্যা করা হয়েছিল না কি ঠান্ডা মাথায় খুন, তা নিয়ে প্রিটোরিয়ার আদালতে এখনও মামলা চলছে৷ এই অপরাধে ১৫ বছর পর্যন্ত জেল হেফাজত হতে পারে তাঁর৷ মামলার পরবর্তী শুনানি ৬ জুন৷