Advertisement
Advertisement
Purulia

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল পুরুলিয়া, যোগাসন প্রতিযোগিতায় পদক জয়ী ৩ গৃহবধূ

এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে এল ৩ পদক।

3 homemakers of Purulia win medal in international yoga competition | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 20, 2023 7:50 pm
  • Updated:September 20, 2023 9:14 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা মঞ্চে নক্ষত্রের মতো উজ্জ্বল পুরুলিয়া। এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ তিনটি পদক নিয়ে এল পুরুলিয়ার তিন প্রতিযোগী।

নিজস্ব ক্যাটাগরিতে সোনা জিতেছেন পার্বতী ধীবর। ব্রোঞ্জ পেয়েছেন প্রতিমা সেনাপতি ও জবা মাহাতো। এঁরা তিনজনই গৃহবধূ। এই তিন বধূর সাফল্যে গর্বিত পুরুলিয়ার ক্রীড়ামহল। তিনজন প্রতিযোগীই শহর পুরুলিয়ার ‘ফিট অ্যান্ড ফাইন’ সংস্থার সঙ্গে যুক্ত। ওই সংস্থার প্রশিক্ষক নীতা রায় বলেন, “এই সাফল্যে সত্যিই আমরা গর্বিত। আমাদের আশা ছিল ওই প্রতিযোগিতা থেকে পুরুলিয়ার প্রতিযোগীরা পদক আনবেই। এই সাফল্য শুধু জেলার মুখ উজ্জ্বলই করল না। পুরুলিয়ার যোগাসনকে আরও এগিয়ে নিয়ে যেতে বাড়তি উৎসাহ দেবে।”

Advertisement

[আরও পড়ুন: আর অফলাইনে ভর্তি নয়, ডিএলএড কলেজে অ্যাডমিশন নিয়ে বড় সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের]

চলতি মাসের ৯ তারিখ ব্যাংককে এই প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় জেলা থেকে সাফল্য পাওয়া এই তিন প্রতিযোগীই অংশগ্রহণ করেন। তাঁরা ঘরের বধূ হলেও দীর্ঘদিন ধরে নিয়মিত যোগাসন করে আসছেন। শহর পুরুলিয়ার বেলগুমার বাসিন্দা প্রতিমা সেনাপতি, আমডিহার বাসিন্দা জবা মাহাতো ও জেলে পাড়ার বাসিন্দা পার্বতী ধীবর গত বৃহস্পতিবার ব্যাংককে রওনা দেন। তারা পুরুলিয়ায় ফিরলে তাঁদেরকে সংবর্ধনা দেবে জেলার ক্রীড়ামহল।

Advertisement

 

এর আগেও পার্বতী ধীবর যোগাসনে বহু পদক জিতেছেন। তিনি এই প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করলেও যোগাসনের প্রশিক্ষক বলেই শহর পুরুলিয়ায় পরিচিত।

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বেতন প্রক্রিয়ায় বদল! রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্বের মাঝেই তৎপর নবান্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ