Advertisement
Advertisement
Mount Uchitel

প্রথম ভারতীয় হিসাবে নজির, দুর্গম উচিটেল শৃঙ্গ জয় পাঁচ বাঙালি পর্বতারোহীর

প্রতিকূলতার কারণেই পর্বতারোহীদের কাছে খুব একটা জনপ্রিয় নয় এই শৃঙ্গ।

5 Bengali climbers set record, climbs Mount Uchitel | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 30, 2023 2:35 pm
  • Updated:June 30, 2023 2:35 pm

প্রসূন বিশ্বাস: পর্বতারোহণে নয়া নজির গড়লেন পাঁচ বাঙালি। ভারতীয় হিসাবে প্রথমবার কিরগিজস্তানের (Kyrgyzstan) মাউন্ট উচিটেলের পর্বতশৃঙ্গ জয় করলেন তাঁরা। বৃহস্পতিবার সকালেই তাঁরা পামির (Pamir) মালভূমির এই শৃঙ্গ জয় করেন বাংলার পাঁচ পর্বতারোহী। ভারতের পতাকার পাশাপাশি ইস্টবেঙ্গল-মোহনবাগানের পতাকাও শোভা পেল তাঁদের হাতে।

পাঁচ পর্বতারোহীর দলে ছিলেন দেবাশিস বিশ্বাস, কিরণ পাত্র, মলয় মুখোপাধ্যায়, সৌরভ সিঞ্চন মণ্ডল ও অভিজিৎ রায়। প্রাথমিকভাবে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অভিযানে যাওয়ার কথা ছিল ভারতের পর্বতারোহীদের। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশের পর্বতারোহীদের ভিসা বাতিল করে দেয় কিরগিজস্তান সরকার। তাঁদের ছাড়াই অভিযানে বেরিয়ে পড়েন এপার বাংলার পাঁচ পর্বতারোহী।

Advertisement

[আরও পড়ুন: ‘সঙ্গী বাছুন চুপচাপ!’ নতুন পোস্টে কীসের ইঙ্গিত দিলেন জিতু?]

জানা গিয়েছে, কিরগিজস্তানের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ অভিযান শুরু করেন দেবাশিসরা। দীর্ঘ ৬ ঘণ্টার পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছন তাঁরা। প্রথমবার কোনও ভারতীয় পর্বতারোহী এই শৃঙ্গ (Mount Uchitel) জয় করলেন। বরফে ঢাকা পর্বতশৃঙ্গ জয় করে ভারতের পতাকা উত্তোলন করলেন তাঁরা। পামির মালভূমির শীর্ষে দেখা গেল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পতাকাও। হাওড়া ও আসানসোলের ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই নজির গড়েছেন পাঁচ বাঙালি।

Advertisement

প্রসঙ্গত, পামির মালভূমির এই শৃঙ্গের উচ্চতা খুব বেশি নয়। কিন্তু ৪৫৪০ মিটারের এই শৃঙ্গ জয় করতে বিপুল বাধার মুখে পড়তে হয় পর্বতারোহীদের। বরফে ঢাকা পাথুরে পথ বেয়ে উপরে ওঠা যথেষ্ট বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে যোগ হয় বরফের কুচি মেশানো ঝোড়ো হাওয়া। নানা বিপদের আশঙ্কা থাকায় পর্বতারোহীদের অনেকেই এই শৃঙ্গ এড়িয়ে যান। তবে বিপদকে সঙ্গী করেই প্রথম ভারতীয় হিসাবে উচিটেল শৃঙ্গ হয় করলেন পাঁচ বঙ্গসন্তান।

দেখুন ভিডিও। 

[আরও পড়ুন: ‘সাংসদের এই ভাষা আশা করা যায় না’, সৌমিত্রকে ভর্ৎসনার পরেও রক্ষাকবচ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ