Advertisement
Advertisement

Wrestlers Protest: কুস্তি সংস্থা নির্বাসিত হলেও কীভাবে এশিয়ান গেমসে নামতে পারবেন সাক্ষী-ভিনেশরা?

ভারতীয় কুস্তি সংস্থায় ডামাডোল চলছেই।

After WFI suspension, Indian wrestlers will fight under neutral flag in World Championships, find out how। Sangbad Pratidin

এশিয়ান গেমসে নামতে পারবেন কুস্তিগিররা। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 24, 2023 5:46 pm
  • Updated:September 18, 2023 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশন (Wrestling Federation of India)। নির্ধারিত সময় নির্বাচন সম্পন্ন করতে না পারার জন্য ভারতের কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা (United World Wrestling)। অনেকের মতে এর ফলে ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakkhi Malik), বজরং পুনিয়াদের (Bajrang Punia) এশিয়ান গেমসে (Asian Games 2023) নামার স্বপ্ন জলে গেল। তবে সূত্রের খবর ভারতীয় অলিম্পিক্স সংস্থার ছাতার তলায় এশিয়ান গেমসে নামতে পারবেন কুস্তিগিররা। ফলে সংস্থা নির্বাসিত হওয়ার জন্য কুস্তিগিরদের ভবিষ্যৎ জলে যাওয়ার সম্ভাবনা নেই।

কুস্তিগিরদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের এশিয়ান গেমসে নামার ব্যাপারে ছাড়পত্র দেওয়া হলেও, ভারতীয় কুস্তি সংস্থার প্রতি কিন্তু নমনীয় হওয়ার কোনও প্রশ্নই নেই। ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Singh) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই ডামাডোল পরিস্থিতি ভারতীয় কুস্তি ফেডারেশনে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বমঞ্চে স্বপ্নভঙ্গ প্রজ্ঞানন্দর, টাইব্রেকে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন]

আসলে দীর্ঘদিন ধরেই ভারতের কুস্তি ফেডারেশনে নির্বাচিত কোনও কমিটি নেই। আপাতত কুস্তির দায়িত্বে ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটি। এদিকে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং গোটা বিশ্বে কুস্তিকে নিয়ন্ত্রণ করে। তারা আগেই জানিয়ে দিয়েছিল, যেভাবেই হোক ১৫ জুলাইয়ের মধ্যে কুস্তি ফেডারেশনের নির্বাচন করতে হবে।

সেই প্রক্রিয়াও শুরু হয়েছিল। ভারতীয় অলিম্পিক্স সংস্থার অ্যাড হক কমিটি প্রথমে স্থির করেছিল ৬ জুলাই হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। পরে তা পিছিয়ে ১১ জুলাই করা হয়। সেদিনও নির্বাচন হয়নি। শেষ পর্যন্ত আগামী ১২ আগস্ট নির্বাচনের দিন স্থির হয়েছে। কিন্তু তার আগেই বড়সড় পদক্ষেপ করে ফেলল আন্তর্জাতিক কুস্তি নিয়ন্ত্রণ সংস্থা। তারা জানিয়ে দিল, সঠিক সময়ে ফেডারেশনের নির্বাচন না হওয়ায় ভারতের কুস্তি সংস্থাকে সাসপেন্ড করা হয়েছে। তবে সাসপেনশনের ফলে ভারতীয় কুস্তিগিরদের ভবিষ্যৎ নিয়ে কোনও সমস্যা তৈরি হচ্ছে না।

[আরও পড়ুন: চাঁদে ল্যান্ডার বিক্রমের অবতরণ দেখে কীভাবে সেলিব্রেশন করলেন ধোনি? দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement