Advertisement
Advertisement
Canada Commonwealth Games

২০২৬ এর পর ২০৩০, ফের খরচের ভয়ে কমনওয়েলথ গেমসের দায়িত্ব ছাড়ল আয়োজকরা

অস্ট্রেলিয়ার পর কমনওয়েলথ গেমস আয়োজনে 'না' কানাডার।

Alberta province of Canada cancels bid to host 2030 Commonwealth Games | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 4, 2023 12:52 pm
  • Updated:August 4, 2023 12:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়াল কানাডার (Canada) অ্যালবার্টা। ইতিমধ্যেই বিপুল খরচের কারণে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের দায়িত্ব ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। সেই তথ্য প্রকাশ্যে আসার কয়েকদিনের মধ্যেই জানা গেল, একই কারণে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছে কানাডার এই প্রদেশটিও।

২০৩০ সালের আগস্ট মাসে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল অ্যালবার্টায়। টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক খসড়া করতে গিয়ে দেখা যায়, অ্যালবার্টা প্রদেশের কোষাগার থেকে খরচ হবে প্রায় ২৭০ কোটি কানাডিয়ান ডলার। ওই প্রদেশের ক্রীড়ামন্ত্রী জোসেগ স্কো জানিয়েছেন, এই মুহূর্তে এত ব্যয়ভার বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। বিপুল অর্থের জোগান দিতে গেলে করদাতাদের উপর প্রবল চাপ পড়বে। প্রায় ৯৩ শতাংশ বাড়তে পারে তাঁদের করের পরিমাণ, এমনটাও আশঙ্কা করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘INDIA নয়, ওদের ডাকুন…’, বিরোধী জোটের নতুন নাম দিলেন মোদি]

যদিও শোনা গিয়েছিল, ২০০ কোটি কানাডিয়ান ডলার খরচ করার পরিকল্পনা ছিল অ্যালবার্টা প্রদেশের সরকারের। অন্যদিকে এডমন্টন সিটির থেকে ১০০ কোটি কানাডিয়ান ডলারের আর্থিক সহায়তা নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারে অ্যালবার্টা। তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি কানাডার প্রদেশটি। সরকারিভাবে ঘোষণা করা হয়, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়াবে তারা। ফলে ২০৩০ সালের টুর্নামেন্ট আদৌ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। বাতিলও হয়ে যেতে পারে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস।

Advertisement

প্রসঙ্গত, বিপুল খরচের কারণে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয় অস্ট্রেলিয়ার (Australia) ভিক্টোরিয়া প্রদেশ (Victoria)। সেখানকার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস সাফ জানিয়ে দিয়েছেন, কমনওয়েলথ গেমস আয়োজন করতে বিপুল খরচ হবে। বদলে কোনও লাভ হবে না। তাই ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করবে না ভিক্টোরিয়া। যদিও এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ কমনওয়েলথের আয়োজকরা।

[আরও পড়ুন: ‘শান্ত হোন, নাহলে বাড়িতে ইডি চলে যাবে’, সংসদে দাঁড়িয়েই ‘হুমকি’ মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ