Advertisement
Advertisement
Tokyo Paralympics

Tokyo Paralympics 2020: টেবিল টেনিসের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করলেন ভারতীয় তারকা

তাঁর সোনা জয়ের প্রার্থনা করছে ভারত।

Bhavinaben Patel Reaches Final, Assured Silver in Tokyo Paralympics | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 28, 2021 8:46 am
  • Updated:August 29, 2021 6:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারের পর শনিবার। আরও একবার টোকিও প্যারালিম্পিকে (Tokyo 2020 Paralympics) ইতিহাস রচনা করলেন ভবিনাবেন প্যাটেল। দৃঢ় আত্মবিশ্বাসে ভর করেই টেবিল টেনিসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় তারকা। আর সেই সঙ্গেই নিশ্চিত হল রুপো। তবে সোনার পদক জিতেই নজির গড়তে চান গুজরাটি অ্যাথলিট।

প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে প্যারালিম্পিকে পদক নিশ্চিত করেই ইতিহাস গড়েছিলেন ভবিনাবেন (Bhavinaben Patel)। শুক্রবার মহিলা সিঙ্গলসের ক্লাস ৪ ইভেন্টে সার্বিয়ার বরিস্লাভা পেরিচ র‌্যানকোভিচকে স্ট্রেট গেমে হারান তিনি। দুর্দান্ত পারফর্ম করে বিশ্বের পাঁচ নম্বর তারকাকে মাত্র ১৮ মিনিটের লড়াইয়েই পরাস্ত করেছিলেন তিনি। আর শনিবার প্রথম মহিলা টেবিল টেনিস তারকা হিসেবে প্যারালিম্পিকের ফাইনালে পৌঁছলেন চিনের ঝাং মিয়াওকে হারিয়ে। এদিন হাড্ডাহাড্ডি লড়াই ৩-২ ব্যবধানে জিতে নেন তিনি। প্রথমে পিছিয়ে পড়লেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান প্যাটেল। বাকিটা ইতিহাস। ৩৪ মিনিটের দীর্ঘ সেমিফাইনালে ভবিনাবেনের পক্ষে খেলার স্কোর ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮।

Advertisement

[আরও পড়ুন: India vs England: ফর্মে ফিরলেন পুজারা, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলিরা]

প্রথমবার প্যারালিম্পিকে অংশ নিয়েই নজর কাড়ছেন ভবিনাবেন। কোয়ার্টার ফাইনাল জয়ের পর ভারতীয় তারকা বলেছিলেন, “আপনারা পাশে থাকলে সেমিফাইনালও জিতব।” সত্যিই তিনি তা করে দেখিয়েছেন। বিশ্বের ৩ নম্বরকে হারানোর পর ফাইনালে তাঁর প্রতিপক্ষ ব়্য়াঙ্কিং শীর্ষে থাকা চিনা প্যাডলার ইং ঝও। অর্থাৎ রবিবারের লড়াই যে আরও কঠিন হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Advertisement

চলতি বছর টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) মহিলার হাত ধরেই প্রথম পদক আসে ভারতের ঘরে। ভারোত্তোলনে রুপো জেতেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। এবার ভবিনাবেন প্যাটেল দেশের জন্য রুপো নিশ্চিত করলেন। তবে দেশবাসীর আশা, নীরজ চোপড়ার (Neeraj Chopra) মতোও তিনিও দেশকে সোনা এনে দেবেন। তাঁর সোনা জয়ের প্রার্থনা করছে ভারত।

[আরও পড়ুন: Cristiano Ronaldo: ম্যান সিটি আউট, ম্যান ইউ ইন, জুভেন্তাসকে বিদায় জানিয়ে পুরনো ক্লাবে CR7!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ