Advertisement
Advertisement
Yogeshwar Dutt

চরিত্র পবিত্র হলে…! বিজেপির টিকিট না পেয়ে ফুঁসে উঠলেন যোগেশ্বর দত্ত

যোগেশ্বর এর আগে দুবার বিজেপির টিকিটে লড়েছেন।

Denied Haryana Poll pass, Yogeshwar Dutt shares cryptic poem
Published by: Subhajit Mandal
  • Posted:September 5, 2024 2:13 pm
  • Updated:September 5, 2024 2:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ববিতা ফোগাটের পর বিজেপির উপর ক্ষুব্ধ আরও এক কুস্তিগির। তিনি অলিম্পিক পদকজয়ী যোগেশ্বর দত্ত। সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি বিঁধলেন বিজেপির শীর্ষ নেতাদের। বজরং বলছেন, “চরিত্র পবিত্র হলে পাপীদের কাছে পরীক্ষা দিতে হয় না।”

হরিয়ানা বিধানসভার ৯০ আসনের জন্য ভোট আগামী ৫ অক্টোবর। সেই নির্বাচনের জন্য প্রথম দফায় ৬৭ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তাতে নাম নেই কুস্তিগির ববিতা ফোগাটের। দাদরি কেন্দ্র থেকে এবারে প্রার্থী করা হয়েছে সুনীল সাঙ্গওয়ানকে। ২০১৯ সালে এই দাদরি আসন থেকেই বিজেপি ববিতাকে প্রার্থী করেছিল। যদিও তিনি হেরে গিয়েছিলেন। ববিতার পাশাপাশি টিকিট দেওয়া হয়নি যোগেশ্বর দত্তকেও।

Advertisement

[আরও পড়ুন: ভারতে ধর্ষণের মামলায় ১০ জনের মধ্যে সাজা মাত্র ৩ জনের! বলছে পরিসংখ্যান]

যোগেশ্বর এর আগে দুবার বিজেপির টিকিটে লড়েছেন। হরিয়ানার গোহনা আসন থেকে ২০১৯ সালে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। দুর্ভাগ্যবশত হেরে যান কংগ্রেস প্রার্থী কৃষ্ণ হুডার কাছে ৫ হাজার ভোটে হারেন তিনি। ২০২০ সালে হুডার মৃত্যুর পর ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। সেবারও লড়েন যোগেশ্বর। আবার হারেন তিনি। সম্ভবত সেকারণেই এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। তাতে ক্ষুব্ধ যোগেশ্বর ইঙ্গিতপূর্ণ কবিতা পোস্ট করলেন সোশাল মিডিয়ায়। অলিম্পিকে পদকজয়ী কুস্তিগিরের বক্তব্য, “চরিত্র পবিত্র হলে এই দশা হবে কেন? এই পাপীদের কোনও অধিকার নেই তোমার পরীক্ষা নেওয়ার।”

Advertisement

[আরও পড়ুন: পদের অপব্যবহার করে কোটি কোটি বেতন, সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস]

এক সংবাদমাধ্যমে যোগেশ্বর জানিয়েছেন, “আমি ভোটে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। কেন্দ্রীয় নেতৃত্ব, মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছি। আমি একজন ক্রীড়াবিদ, অলিম্পিকে পদকজয়ী। আমি বিজেপির টিকিটে আগেও লড়েছি। আমি সেজন্যই সুযোগ চেয়েছিলাম।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ