Advertisement
Advertisement
Paris Olympics 2024

জোড়া পদকজয়ের পুরস্কার, অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হচ্ছেন মনু!

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন শাটলার পিভি সিন্ধু এবং টেবিল টেনিস তারকা শরদ কমল।

Double-medal winner Manu Bhaker may be India's flag bearer at Paris Olympics 2024 closing ceremony

ছবি: সংগৃহীত

Published by: Subhajit Mandal
  • Posted:August 4, 2024 12:31 pm
  • Updated:August 4, 2024 12:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে (Paris Olympic 2025) জোড়া পদক জয়ের নজির এখন তাঁর নামের পাশে। এর আগে এই কীর্তি গড়েছিলেন এক ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এক অলিম্পিকে দুটি পদক ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেই রেকর্ড ছুঁয়ে মনু এখন দেশজোড়া জনপ্রিয়। এবার মনুকে বিশেষ সম্মান দিচ্ছে ভারতের অলিম্পিক সংস্থা।

প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হচ্ছেন মনু (Manu Bhaker)। অলিম্পিকে দুটি পদক নিয়ে অভিযান শেষ করেছেন তিনি। অল্পের জন্য হাতছাড়া হয়েছে তৃতীয় পদক। এখনও পর্যন্ত ভারতের তিনটি পদকই এসেছে শুটিং থেকে। তার মধ্যে দু’টি পদক জয়ের কৃতিত্ব মনুর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু। নিজের ইভেন্ট শেষ হয়ে গেলেও মনুকে প্যারিসে থাকতে হবে।

Advertisement

[আরও পড়ুন: অলিম্পিকে প্রথম পদক ১ লক্ষ ৮০ হাজারের দেশ সেন্ট লুসিয়ার, সৌজন্যে ‘বিশ্বের দ্রুততম মানবী’]

সূত্রের খবর, আইওসি (IOC) সিদ্ধান্ত নিয়েছে মনুই হবেন সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী। তাঁর সঙ্গে পুরুষ অ্যাথলিট কে হবেন, সেটা অবশ্য এখনও নিশ্চিত নয়। একাধিক পুরুষ অ্যাথলিটের ইভেন্ট এখনও বাকি। তাঁদের মধ্যে একাধিক অ্যাথলিটের পদক জয়ের ব্যাপারে আশাবাদী ইন্ডিয়া অলিম্পিক কমিটি। পুরুষ পতাকাবাহক হিসাবে কাকে বাছা হবে সেটা শেষ মুহূর্তে চূড়ান্ত হবে। তবে মহিলা পতাকাবাহক হিসাবে মনুর নাম ইতিমধ্যেই চূড়ান্ত।

Advertisement

[আরও পড়ুন: অলিম্পিকের কোয়ার্টারে হার বক্সার নিশান্তের, ‘লুটে নেওয়া হল’, আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষোভ]

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন শাটলার পিভি সিন্ধু এবং টেবিল টেনিস তারকা শরদ কমল। দুবারের পদকজয়ী সিন্ধু এবার ফিরেছেন শূন্য হাতে। শরদ কমলও ব্যক্তিগত ইভেন্টে পদকের লড়াই থেকে ছিটকে গিয়েছেন। তবে দলগত ইভেন্টে এখনও পদক জেতার সম্ভাবনা আছে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ