Advertisement
Advertisement
Hangzhou Asian Para Games 2023

Hangzhou Asian Para Games 2023: রেকর্ড গড়ে পদক জয়ের নিরিখে সেঞ্চুরির পথে ভারত, প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

চিনে ভারতের অ্যাথলিটদের দাপট।

Hangzhou Asian Para Games 2023: India jumps to fourth with 24 gold, 96 medals in total, China first with 181 gold। Sangbad Pratidin

প্যারা এশিয়ান গেমসে ভারতের জয়জয়কার। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 27, 2023 4:09 pm
  • Updated:October 27, 2023 4:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাংঝৌ এশিয়ান গেমস (Hangzhou Asian Games 2023) থেকে এবার ১০৭টি পদক জিতেছিল ভারত (India)। এবার এশিয়ান প্যারা গেমসেও (Hangzhou Asian Para Games 2023) দাপট দেখাচ্ছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে এবারের এশিয়ান প্যারা গেমস। মাত্র পাঁচদিনে ভারতের ঝুলিতে চলেছে মোট পদক সংখ্যা ৯৬। এর মধ্যে রয়েছে ২৪টি সোনা। ২৯টি রুপো ও ৪৩টি ব্রোঞ্জ। প্রতিযোগিতার ইতিহাসে এটাই ভারতের সর্বাধিক পদক জয়। এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়া প্যারা এশিয়ান গেমসে ৭২টি পদক জিতেছিল ভারত। সেটিই ছিল প্যারা এশিয়ান গেমসে ভারতের সেরা পারফরম্যান্স। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেল ভারত। আর তাই অ্যাথলিটদের এই সাফল্যের জন্য তাঁদের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

প্যারা ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গল এসএল থ্রি-তে সোনা জিতেছেন প্রমোদ ভগত। পুরুষদের প্যারা ব্যাডমিন্টনে এসএল সিক্সে রুপো জিতেছেন নীতেশ। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে রুপো জিতেছেন তিরন্দাজ রাকেশ কুমার। তবে এদিন প্রথম পদকটি নিশ্চিত করেন প্যারা তিরন্দাজ শীতল দেবী। মহিলাদের কম্পাউন্ড ওপেন বিভাগে জেতেন সোনা। মহিলা কম্পাউন্ড ওপেনে সিঙ্গাপুরের প্রতিযোগী আলিম নুর সিয়াহিদাকে ১৪৪-১৪২ ব্যবধানে হারিয়ে দেন শীতল। ফলে তাঁর ঝুলিতে চলে আসে সোনা। তবে এখানেই তিনি ক্ষান্ত থাকেননি। বরং কম্পাউন্ড ওপেন মিক্সড টিম তিরন্দাজি ইভেন্টে রাকেশ কুমারকে সঙ্গে নিয়ে রুপো জিতেছেন শীতল।

Advertisement

[আরও পড়ুন: হাত নেই! পা দিয়েই সোনা জিতে নজির গড়লেন ১৬ বছরের শীতল দেবী]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছিলেন প্যারা অ্যাথলিটদের। তিনি বলেছেন, “এশিয়ান প্যারা গেমসে একটি অসাধারণ কৃতিত্ব, যেখানে ভারত দারুণ পারফরম্যান্স করে ইতিমধ্যেই ৯৬টি পদক জিতে গিয়েছে। আমাদের প্যারা অ্যাথলিটরা বিশ্ব মঞ্চে নিজেদের দারুণভাবে মেলে ধরেছে। ইতিহাসে তাঁদের নাম খোদাই করা থাকবে।” অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, “ভারতীয় প্যারা অ্যাথলিটরা সেরা পারফরম্যান্স দেখিয়ে এশিয়ান গেমসে আগের ৭২টি পদকের রেকর্ড ভেঙে দিয়েছে। খেলা এখনও চলছে। আশাকরি আমাদের খেলোয়াড়রা আরও পদক জিতে নতুন রেকর্ড গড়বে।”

এদিকে প্যারা ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এসইউ ফাইভে সোনা জিতেছেন তুলসীমতি। পুরুষদের সিঙ্গলস প্যারা ব্যাডমিন্টনে এসএইচ সিক্সে রুপো জিতেছেন কৃষ্ণ নাগর। প্যারা অ্যাথলিট রামন শর্মা পুরুষদের ১৫০০ মিটার রেসে টি ৩৮-এ সোনা জিতেছেন। মহিলাদের ডিসকাস থ্রো-য় এফ৩৭/৩৮-এ ব্রোঞ্জ জিতেছেন লক্ষ্মী। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৪-এ ব্রোঞ্জ জিতেছেন লক্ষিত। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৪-তে রুপো জিতেছেন প্রদীপ কুমার। ব্রোঞ্জ জিতেছেন অভিষেক চামোলি। ২৮ অক্টোবর শেষ হবে এবারের প্রতিযোগিতা। ভারত পদক জয়ের সেঞ্চুরি করতে পারে কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: যত কাণ্ড ভারতীয় ক্যাম্পে! বাঁ হাতে স্পিন করছেন বুমরাহ, কুলদীপ হয়ে গেলেন ডান হাতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement