Advertisement
Advertisement
Hokato Hotozhe Sema

প্রবল চাপে সেরা পারফরম্যান্স, প্যারালিম্পিক শট পাটে ব্রোঞ্জ পেলেন হোকাতো সেমা

পুরুষদের এফ ৫৭ ক্যাটাগরিতে ১৪.৬৫ মিটার ছুড়ে পদক জেতেন হোকাতো।

Hokato Hotozhe Sema's bronze at the Paralympics 2024 marks a historic moment for India

হোকাতো সেমা।

Published by: Krishanu Mazumder
  • Posted:September 7, 2024 9:29 am
  • Updated:September 7, 2024 9:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারালিম্পিকে শট পাটে ব্রোঞ্জ জিতলেন ভারতের হোকাতো সেমা। পুরুষদের এফ ৫৭ ক্যাটাগরিতে ১৪.৬৫ মিটার ছুড়ে পদক জেতেন। চাপ ছিল তাঁর উপরে। সেই চাপের মুখেই নিজের সেরাটা দেন হোকাতো। নিজের পারফরম্যান্সের উন্নতি ঘটান। স্বদেশীয় সোমান রানা পঞ্চম স্থানে শেষ করেন। সোনা জেতেন ইরানের ইয়াসিন খোস্রাভি। রুপো পান ব্রাজিলের থিয়াগো ডস স্যান্টোস।
২৪ ডিসেম্বর, ১৯৮৩-তে কৃষখ পরিবারে জন্মগ্রহণ করেন হোকাতো। ছোটবেলা থেকেই দেশের হয়ে কিছু করার তাগিদ অনুভব করতেন হোকাতো। ২০০২ সালে মাইন বিস্ফোরণে তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে বাদ যায়। এর পরেও হাল ছাড়েননি হোকাতো। প্যারা অ্যাথলেটিক্সের দিকে নজর দেন হোকাতো। শুরু করেন শট পাট অনুশীলন। ২০২২ সালে এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ পদক পান হোকাতো। মরোক্কো গ্রাঁ প্রিতে রুপো পান তিনি। ২০২৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে শেষ করেন হোকাতো।
প্রতিকূলতাকেও যে জয় করা সম্ভব, তা দেখিয়ে দেন হোকাতো। নাগাল্যান্ডের এক কৃষক পরিবার থেকে বিশ্বমঞ্চে পদকজয়ী অ্যাথলিট, হোকাতো সেমা সত্যি সত্যি রিয়াল লাইফের একজন নায়ক।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement