Advertisement
Advertisement

Breaking News

একই দিনে তিন সোনা, এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরির দোরগোড়ায় ভারত

তবে খালি হাতেই ফিরতে হচ্ছে পদকের অন্যতম দাবিদার পি ভি সিন্ধুকে।

India wins 86 medals, eyes 100 medal from Asian Games | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 5, 2023 6:55 pm
  • Updated:October 5, 2023 6:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের (Asian Games) ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ের নজির গড়ে ফেলেছে ভারত (India)। এবার নয়া লক্ষ্যের দিকে এগোচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। সব মিলিয়ে দেশের পদক সংখ্যা যেন ১০০ ছাড়িয়ে যায়, তার জন্য জান লড়িয়ে দিচ্ছেন। বৃহস্পতিবারই তিনটি সোনা এসেছে ভারতের ঝুলিতে। তবে সাফল্যের পাশাপাশি রয়েছে স্বপ্নভঙ্গের কাহিনীও। পদকের অন্যতম দাবিদার পি ভি সিন্ধু (PV Sindhu) কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন। তবে এখনও ভারতের পদক জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন অ্যাথলিটরা।

বৃহস্পতিবার পদক জয়ের সূচনা করেছিলেন তিরন্দাজরা। ভারতের মহিলা কমপাউন্ড তিরন্দাজি দল তাইওয়ানের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে সোনা ছিনিয়ে আনেন। জ্যোতি, অদিতি এবং প্রণীত, ভারতের তিন তরুণী তিরন্দাজ যেভাবে স্নায়ুর চাপ সামলে তাইওয়ানের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিলেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। শেষপর্যন্ত মাথা ঠান্ডা রেখে তাইপেকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দিল ভারতীয় দল। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিরিয়ানি কেমন ছিল?’, প্রশ্ন শুনেই শাস্ত্রীর দিকে ‘বুলেট’ চালিয়ে দিলেন বাবর আজম! দেখুন ভাইরাল ভিডিও]

দিনের দ্বিতীয় সোনা আনেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর পাল সিং। স্কোয়াশের মিক্সড ডবলসের টিম ইভেন্টে সোনা আনেন তাঁরা। মালয়েশিয়ার বিরুদ্ধে দুই সেটেই জয় পেয়ে সোনা জিতে যান। দিনের শেষ সোনা আসে ভারতীয় তিরন্দাজের হাত ধরে। পুরুষ কম্বাইন্ড দলের কাছে হার মানে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩০ ফলে জয় ভারতীয় দলের। সোনা জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও স্কোয়াশের ব্যক্তিগত ইভেন্ট থেকে রুপো পেলেন সৌরভ ঘোষাল। এদিন কুস্তিতে ব্রোঞ্জ জেতেন অন্তিম পাংঘাল। ফলে সবমিলিয়ে ভারতের পদক সংখ্যা ৮৬। তার মধ্যে ২১টি সোনার পদক।

Advertisement

তবে সাফল্যের পাশাপাশি রয়েছে ভারতীয় অ্যাথলিটদের ব্যর্থতাও। ব্যাডমিন্টন থেকে পদক জয়ের দাবিদার পি ভি সিন্ধু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। কুস্তি ও বক্সিং থেকেও আশানুরূপ পদক আসেনি ভারতের ঘরে। তবে এখনও প্রচুর ইভেন্ট বাকি রয়েছে এশিয়ান গেমসে (Asian Games 2023)। বেশ কয়েকটি খেলায় পদক নিশ্চিত করেছে ভারত। এবার ১০০ পেরিয়ে যাবে ভারতের পদক সংখ্যা, আশাবাদী দেশের ক্রীড়াপ্রেমীরা।

[আরও পড়ুন: আরও দু’বছরের জন্য সুনীল-সন্দেশদের হেডস্যর হিসেবেই থাকছেন ইগর স্টিমাচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ