২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ইতিহাস গড়ে আইওএ-র প্রথম মহিলা সভাপতি পিটি ঊষা

Published by: Krishanu Mazumder |    Posted: December 10, 2022 9:27 pm|    Updated: December 10, 2022 9:33 pm

legendary PT Usha elected as the first woman president of Indian Olympic Association। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে বলা হত ‘পাওলি এক্সপ্রেস’। ১৯৮৪ সালের অলিম্পিকে চতুর্থ হয়েছিলেন তিনি। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল সেবার।

সেই পিটি ঊষা (PT Usha) ইতিহাস গড়ে দেশের অলিম্পিক সংস্থার প্রথম মহিলা সভাপতি হলেন। কিংবদন্তি অ্যাথলিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। তিনি যে আইওএ-র (IOA) সভাপতি হবেন তা আগেই জানা গিয়েছিল।
ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি নির্বাচন হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর।

 

[আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আগামী ২০ দিন রাজনীতি নয়, শুধু ফুটবল’, এমপি কাপ উদ্বোধনে বললেন অভিষেক]

 

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ২৭ নভেম্বর। পিটি ঊষা ছাড়া আর কারওর পক্ষেই যে মনোনয়ন জমা দেওয়া সম্ভব নয়, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঊষা প্রেসিডেন্ট হয়ে যান। সরকারি সিলমোহর পড়ে গেল এদিনই।

একসময়ে তাঁর ও সাইনি আব্রাহামের দ্বৈরথ নিয়ে অনেক কালি থরচ হত। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সরে যাওয়ার পর ক্রীড়া প্রশাসনে আসার সেরকম উৎসাহ দেখাননি। বরং তিনি তরুণ প্রতিভা তুলে আনার চেষ্টা করতেন। এই মাসে যদি নির্বাচন না হত তাহলে ইন্ডিয়ান অলিম্পিক সংস্থা হয়তো নির্বাসনের মুখে পড়ত।

[আরও পড়ুন: পেনাল্টি শুট আউটে গোল বাঁচিয়ে আর্জেন্টিনায় নায়ক মার্টিনেজ, মনে করালেন ৯০-এর গয়কোচিয়াকে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে