Advertisement
Advertisement

Breaking News

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বর সোনা জিতলেন মেরি কম

টুর্নামেন্টে ছয়-ছয়টি পদকের মালকিন এখন ভারতীয় বক্সার।

Mary Kom bags gold in the Asian Boxing Championships
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2017 8:15 am
  • Updated:September 26, 2019 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাফ ডজন পদক। হ্যাঁ, মহিলাদের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ছয়-ছয়টি পদকের মালকিন এখন মেরি কম। যার মধ্যে পাঁচটি সোনা ও একটি রুপো।

ফাইনালে পৌঁছে আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন। আর ফাইনালে প্রতিপক্ষকে ধরাশায়ী করে পঞ্চম স্বর্ণ পদকটি জিতে নিলেন ভারতীয় বক্সার। বুধবার হো চি মিন শহরের বক্সিং রিংয়ে দক্ষিণ কোরিয়ার কিম হ্যাং মিকে লড়াই করার সুযোগই দিলেন না তিনি। ফাইনাল বাউট জিতলেন ৫-০ ব্যবধানে। প্রথম রাউন্ডে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই শুরু করেছিলেন দুই মহিলা বক্সার। কিন্তু মেরি কমের ফর্ম আর বুদ্ধির কাছে শেষমেশ হার মানতে হয় দক্ষিণ কোরিয়ান তারকাকে। মঙ্গলবার লাইট ফ্লাইওয়েট (৪৫-৪৮ কেজি) বিভাগের সেমিফাইনালে জাপানের সুবাসা কোমুরাকে হারিয়েছিলেন মেরি কম। সেমিফাইনাল বাউটের তিনটি রাউন্ডেই রাজত্ব করেন তিনি।

Advertisement

[রুদ্ধশ্বাস ম্যাচে কিউয়িদের হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার]

DOGB_KUUQAEMyK-

Advertisement

লন্ডন অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে ব্রোঞ্জ জয়ের পর থেকেই মেরি কমের প্রতি দেশবাসীর প্রত্যাশা বাড়তে শুরু করেছিল। যদিও ২০১৬ রিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন মণিপুরী বক্সার। কিন্তু মুকুটে আরও একটি পালক যোগ করে তিনি বুঝিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি। এখনও রিংয়ে ঝড় তুলে তাবড় তাবড় বক্সারদের ধরাশায়ী করে এশিয়া সেরা হওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। এর আগে ২০১৪ ইনচিওন এশিয়ান গেমসের ৫১ কেজি বিভাগে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে সোনা ঝুলিতে ভরেছিলেন তিনি। তিন বছর পর ফের চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করলেন তিনি।

[কেন টার্গেট করা হচ্ছে ধোনিকে, পাশে দাঁড়িয়ে প্রশ্ন বিরাটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ