Advertisement
Advertisement
Neeraj Chopra

ডায়মন্ড লিগ ফাইনালে সেরার লক্ষ্যে নীরজ, বিদেশে প্রস্তুতি শিবিরের আয়োজন কেন্দ্রের

১২ দিন ধরে চলবে এই শিবির।

Neeraj Chopra to join special camp organized by union sports ministry | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 2, 2023 12:23 pm
  • Updated:September 2, 2023 12:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড লিগের ফাইনালে উঠেছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। সেই টুর্নামেন্টেও যেন নিজের সেরা পারফরম্যান্স করতে পারেন নীরজ, সেই জন্য বিশেষ শিবিরের আয়োজন করল কেন্দ্র সরকার। সুইৎজারল্যান্ডের এই অনুশীলন শিবিরে নীরজ ছাড়াও অংশ নেবেন আরও বেশ কয়েকজন অ্যাথলিট। প্রায় ৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই শিবির আয়োজনের জন্য। প্রসঙ্গত, চলতি মাসেই ডায়মন্ড লিগের ফাইনালে (Diamond League Final) খেলতে নামবেন নীরজ।

জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকেই শুরু হয়েছে এই প্রস্তুতি শিবির। সেখানেই যোগ দেবেন নীরজ চোপড়াও। প্রথমে এই শিবিরের তালিকায় ছিল না অলিম্পিকে জ্যাভলিন থ্রো সোনাজয়ীর নাম। পরে তাঁকে এই শিবিরের অন্তর্ভুক্ত করা হয়। সদ্যসমাপ্ত জুরিখের ডায়মন্ড লিগে সামান্য ব্যবধানে দ্বিতীয় হন নীরজ। ফাইনালের আগে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলতে চাইবেন ভারতীয় তারকা। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই শিবিরেই অনুশীলন করবেন বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী।

Advertisement

[আরও পড়ুন: রবিবারের যুবভারতীতে ফিরবে ১৯ বছর আগের ইতিহাস, আশা ইস্টবেঙ্গলকে জেতানো চন্দনের]

কেন্দ্র সরকারের মিশন অলিম্পিক সেলের আয়োজিত এই শিবিরে অংশ নেবেন দৌড়বিদ পারুল চৌধুরিও। সদ্যসমাপ্ত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন তিনি। ৩ হাজার মিটার স্টিপলচেজে পদক না পেলেও জিতে নিয়েছেন ২০২৪ সালের অলিম্পিকের টিকিট। জাতীয় রেকর্ডও গড়েছেন উত্তরপ্রদেশের এই অ্যাথলিট। আগামী দিনে তিনি যেন আরও ভাল পারফর্ম করতে পারেন সেই জন্যই এই বিশেষ শিবিরের অন্তর্ভুক্ত করা হয়েছে পারুলের নাম। 

Advertisement

[আরও পড়ুন: ওপেনে শুভমান, চারে কে? জায়গা হবে সূর্য-শার্দূলের? কী হতে পারে ভারতের প্রথম একাদশ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ