BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দাপট, ফাইনালে উঠলেন নিখাত, লভলিনা-সহ চার বক্সার

Published by: Anwesha Adhikary |    Posted: March 24, 2023 9:12 am|    Updated: March 24, 2023 9:12 am

Nikhat Zareen, Lovlina Borgohain reaches final of World Boxing Championship | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপে (Women Boxing World Championship) ভারতীয় মহিলা বক্সারদের জয়জয়কার। একসঙ্গে টুর্নামেন্টের ফাইনালে উঠলেন চার জন মহিলা বক্সার। টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের সোনার মেয়ে নিখাত জারিন (Nikhat Zareen)। সেই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন লভলিনা বরগোহাঁই, নীতু ঘঙ্ঘাস ও সুইটি বুরা। বৃহস্পতিবার সকলেই সেমিফাইনাল জিতে পদক নিশ্চিত করেছেন।

২০২২ সালেও মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নিখাত। তারপর থেকেই অব্যাহত তাঁর জয়রথ। সেই বছরেই কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন নিখাত। চলতি বছরে ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেন তিনি। অলিম্পিক পদকজয়ী ইনগ্রিট ভ্যালেন্সিয়াকে ৫-০ ফলে হারিয়ে দাপুটে জয় পান নিখাত।

[আরও পড়ুন: প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক প্রদীপ সরকার]

অন্যদিকে, প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন অসমের লভলিনা বরগোহাঁই। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনা (Lovlina Borgohain) এর আগে দু’বার পদক জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তবে দুবারই ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। প্রথমবার এই টুর্নামেন্ট থেকে পদকের রং পালটে দেশে ফিরবেন তিনি। চিনা প্রতিপক্ষ লি কিয়ানকে ৪-১ ফলে হারিয়ে সেমিফাইনাল জেতেন লভলিনা।

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নীতু ঘঙ্ঘাসও এদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন। এর আগে যুব চ্যাম্পিয়নে টানা দু’বার সোনার পদক জিতেছিলেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে এই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন তিনি। ৮১ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন আরেক বক্সার সুইটি বুরাও। আগামী রবিবার সোনা জয়ের লক্ষ্যে নামবেন চার বক্সার।

[আরও পড়ুন: ‘এখনও নিজের হাতে কাপড় কাচেন’, দুর্নীতি-তরজার মাঝে বিমান বসুর পাশে শুভেন্দু, পালটা কুণালের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে