সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে নতুন সংসদ অভিযান করতে গিয়ে আটক সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা। টানতে টানতে দেশের সেরা রেসলারদের হাজতে নিয়ে গেল পুলিশ। মারধর করা হল মহিলা রেসলারদেরও। পুরুষ পুলিশকর্মীরাও চড়াও হলেন মহিলাদের উপর! নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনই লজ্জার ছবি দেখল রাজধানী।
দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সম্মিলিতভাবে এর প্রতিবাদও করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে রেসলারদের হেনস্তার প্রতিবাদ করেছে। কংগ্রেসের তরফে প্রতিবাদ করা হয়েছে। অন্য বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ করেছে। তবে সাধারণ নাগরিকদের এখনও সেভাবে রেসলারদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না।
Strongly condemn the way Delhi Police manhandled Sakshi Malik, Vinesh Phogat and other wrestlers. It’s shameful our champions are treated in this manner. Democracy lies in tolerance but autocratic forces thrive on intolerance and quelling of dissent. I demand they be immediately…
— Mamata Banerjee (@MamataOfficial) May 28, 2023
২০১৬, রিও অলিম্পিক। সাক্ষ্মী মালিক ব্রোঞ্জ পদক পেয়ে পোডিয়ামে উঠেছিলেন তেরঙ্গা জড়িয়ে। সেদিন তেরঙ্গা দেখে গর্বে বুক ফোলাননি হেন কোনও ভারতবাসী খুঁজলে পাওয়া যাবে না। ২০২০ টোকিও অলিম্পিক, প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করার পর বজরং পুণিয়া যখন শূন্যে মুঠো ছুঁড়লেন, সেদিন শিহরণ অনুভব করেননি, হেন কোনও ভারতবাসীকেও খুঁজে পাওয়া যাবে না। ২০১৮, এশিয়ান গেমসে ভিনেশ ফোগাটের সোনাজয়ের পর পোডিয়ামে যখন জাতীয় সংগীতের সুর বেজেছিল, সেদিন চোখ ভিজে হয়নি, হেন কোনও ভারতবাসীও সম্ভবত পাওয়া যাবে না।
অথচ, উপরে যাদের নাম বলা হল, তাঁরাই আজ রাজধানীর রাজপথে পুলিশের হাতে নিগৃহীত! স্রেফ যৌন হেনস্তার প্রতিবাদ করায়, দিনের পর দিন রাস্তায় পড়ে থাকতে হয়েছে। মাত্র দু’কিলোমিটার দূ’রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মহাসমারোহে নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন, ঠিক তখনই দেশের গর্ব এই রেসলারদের হতে হলে ভূলুণ্ঠিত। পুলিশের হাতে নিগ্রহের শিকার হতে হল সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটদের।
প্রশ্ন উঠছে, সেদিন এদের সাফল্য যাঁদের গৌরবান্বিত করেছিল, তাঁরা আজ কোথায়? সেদিন রেসলারদের সাফল্য যাদের শিহরিত করেছিল, এই ছবি দেখার পরও কি তাঁদের শরীরে শিহরণ জাগবে না? সেদিন এশিয়ান গেমস, বা অলিম্পিকের পোডিয়ামে তেরঙ্গা দেখে যাঁদের গর্বে মাথা উঁচু হয়েছিল, জাতীয় পতাকা ভুলুন্ঠিত দেখে, আজ কি লজ্জায় তাঁদের মাথা হেঁট হচ্ছে না? সেদিনের সেই গৌরবের কারিগর, সেদিনের সেই সাফল্যের কাণ্ডারীদের এই ভূলুণ্ঠিত হওয়াটাই কি প্রাপ্য ছিল?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.