Advertisement
Advertisement

Breaking News

PT Usha

অ্যাকাডেমিতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা ঊষার

মহিলা অ্যাথলিটদের নিরাপত্তা নিয়ে চিন্তিত কিংবদন্তি অ্যাথলিট।

PT Usha alleges harassment and hooliganism at her academy । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 4, 2023 9:04 pm
  • Updated:February 4, 2023 9:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় সড় অভিযোগ আনলেন পিটি ঊষা (PT Usha)। তাঁর অ্যাকাডেমিতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে। তারা অ্যাকাডেমির কমপ্লেক্সের ভিতরে বেআইনি কার্যকলাপ চালাচ্ছে। দিচ্ছে হুমকি। সব মিলিয়ে পরস্থিতি এতটাই ঘোরাল যে আবাসিক ছাত্রীদের নিরাপত্তা নিয়েই ঘোর সন্দিহান ঊষা। আর তাই সমাধানসূত্রের জন্য তিনি অভিযোগ জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) কাছে। 

সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন ভারতের কিংবদন্তি এই অ্যাথলিট। কিন্তু কেরলের কিনালুরে অবস্থিত ঊষার স্পোর্টস অ্যাকাডেমির জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী। অবৈধ নির্মাণকার্য শুরু করছে। বর্জ্য ফেলে দেওয়া হচ্ছে কমপ্লেক্সের ভিতরে। দীর্ঘদিন ধরেই চলছে এমন জিনিস।

Advertisement

[আরও পড়ুন:‘ওর মতো বোলার পাকিস্তানে প্রচুর আছে’, কোহলিকে ছেড়ে এবার উমরানকে নিয়ে পড়লেন সোহেল]

 

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঊষা বলেছেন, ”কিছু লোক ঊষা স্কুল অফ অ্যাথলেটিক্সের ভিতরে ঢুকে অবৈধ নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। অ্যাকাডেমি প্রশাসন তাদের মোকাবিলা করার চেষ্টা করলে, সেই দুষ্কৃতীরা খারাপ আচরণ করছে। তাদের দাবি পানানগড় পঞ্চায়েত থেকে তারা অনুমতি নিয়ে এসে সেখানে নির্মাণ কাজ করছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হলে কাজ এখন বন্ধ রয়েছে।” 

Advertisement

ঊষার অ্যাকাডেমিতে দুষ্কৃতীদের দৌরাত্ম্যের পরিপ্রেক্ষিতে মহিলা অ্যাথলিটদের নিরাপত্তা নিয়ে বেশি মাত্রায় চিন্তিত দেশের প্রাক্তন স্প্রিন্ট কুইন। তিনি বলেছেন, ”এই প্রতিষ্ঠান ক্রমশ বাড়ছে। বহু অ্যাথলিট এখানে ট্রেনিং করে। এই অ্যাকাডেমিতে প্রথমবার এমন ঘটনা ঘটছে না। যে মেয়েরা এখানে পড়াশোনা করছে, তাদের নিরাপত্তার দিকটা দেখা আমাদের প্রথম কর্তব্য। এলাকা জুড়ে বেড়া বা পাঁচিল এখনও দেওয়া যায়নি।” সব মিলিয়ে ঊষা উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে কেরলের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করছেন ঊষা। 

[আরও পড়ুন: সহজ সুযোগ নষ্ট করেও দিনান্তে রোনাল্ডোই ত্রাতা, আল নাসের ক্লাবের হয়ে খাতা খুললেন পর্তুগিজ নায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ