Advertisement
Advertisement

Breaking News

Samyukta Kisan Morcha

কুস্তিগিরদের ধরনায় আজ খাপ পঞ্চায়েত, সৌরভকে যন্তরমন্তরে আহ্বান ভিনেশদের

কুস্তিগিরদের পাশে দাঁড়াতে দিল্লির পথে হাজার হাজার কৃষক।

Samyukta Kisan Morcha's planned nationwide protests in support of the protesting grapplers | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:May 7, 2023 1:10 pm
  • Updated:May 7, 2023 5:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কুস্তিগিরদের  ধরনায় নয়া মাত্রা। এবার কুস্তিগিরদের পাশে বসে যন্তরমন্তরেই দেখা যাবে খাপ পঞ্চায়েত। উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক দিল্লিতে জড়ো হওয়া শুরু করেছেন। ইতিমধ্যেই ধরনাস্থলের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। রাজধানীর সীমানা গুলিতেও কৃষকদের আটকানোর চেষ্টা করা হচ্ছে।

সংযুক্ত কিষান মোর্চা (SKM) সবরকম ভাবে নিগৃহীতাদের পাশে দাঁড়িয়েছে। রবিবারই যন্তরমন্তরে বসছে খাপ মহাপঞ্চায়েত। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের প্রত্যাশা, মহাপঞ্চায়েতের মাধ্যমে তাঁদের প্রতি অবিচারের বৃত্তান্ত ছড়িয়ে পড়বে দেশজুড়ে। যন্তরমন্তরে ইতিমধ্যেই জড়ো হওয়া শুরু করেছেন খাপ মহা পঞ্চায়েতের নেতারা। রাকেশ টিকায়েতের সংযুক্ত কিষান মোর্চা দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন কৃষকদের সমর্থনে। কুস্তিগিরদের মধ্যে বজরং পুণিয়া আজ দেশের বিভিন্ন প্রান্তে মোমবাতি মিছিল করার আরজি জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকের সর্বশেষ জনমত সমীক্ষায় কঠিন লড়াইয়ের ইঙ্গিত, কে এগিয়ে?]

এসবের মধ্যে আবার প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধরনাস্থলে যাওয়ার আরজি জানিয়েছেন কুস্তিগির ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। আসলে কুস্তিগিরদের ধরনা প্রসঙ্গে শনিবার সৌরভ বলেছিলেন, “ওরা ওদের লড়াই লড়ুক। আমি ঠিক জানি না ওখানে কী চলছে। খবরের কাগজ থেকে যতটুকু জানতে পেরেছি। ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত থেকে শিখেছি যে যে বিষয়ে বিস্তারিত তথ্য নেই, তা নিয়ে মন্তব্য করা ঠিক নয়।” এরপরই যোগ করেন, “তবে আশা করি সমস্যা মিটে যাবে। কারণ এই কুস্তিগিররা প্রচুর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন।”

Advertisement

[আরও পড়ুন: থমথমে মণিপুর, বিজেপিশাসিত মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের]

সৌরভের এই মন্তব্য ভালভাবে নেননি কুস্তিগিররা। তাঁদের তরফে ভিনেশ ফোগাট বলে দিয়েছেন, “একজন ক্রীড়াবিদ হিসাবে সৌরভ আমাদের পাশে দাঁড়াতে চাইবেন আশা করি। তিনি যদি আমাদের ন্যায়বিচারের সন্ধানে আমাদের সমর্থন করতে চান, তবে তিনি একজন ক্রীড়াবিদ হিসেবে যন্তর মন্তরে এসে আমাদের থেকে সবকিছু বুঝতে পারেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ