Advertisement
Advertisement
Leander Paes

লিয়েন্ডার পেজের সঙ্গে গাঁটছড়া শ্রাচী গ্রুপের, ভারতীয় ক্রীড়াদুনিয়ায় নয়া দিগন্ত

প্রাক্তন টেনিস তারকার সঙ্গে যুক্ত হচ্ছে রাহুল টোডির সংস্থা।

Shrachi sports announces tie up with Leander Paes

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 8, 2024 11:24 am
  • Updated:March 8, 2024 12:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় খেলার দুনিয়ায় নয়া চমক। এবার নয়া ভূমিকায় দেখা যাবে লিয়েন্ডার পেজকে (Leander Paes)। ক্রীড়া সংস্থা শ্রাচী স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশের খেলাধুলার উন্নতিতে কাজ করবেন প্রাক্তন টেনিস তারকা।

রেভস্পোর্টস আয়োজিত ট্রেলব্লেজার্সের মঞ্চ থেকে এই গাঁটছড়ার খবর জানা যায়। ইতিমধ্যেই বাংলার ক্রীড়ামহলে বেশ পরিচিত শ্রাচী স্পোর্টসের নাম। ইস্টবেঙ্গলের ক্রিকেট ও হকি দল পরিচালনা করে রাহুল টোডির এই সংস্থা। এবার আরও বড় মাপের অভিযান শুরু করছে তারা। সেই জন্যই লিয়েন্ডার পেজের ফ্লাইং ম্যান ভেঞ্চারের সঙ্গে যুক্ত হয়েছে সংস্থাটি।

Advertisement

[আরও পড়ুন: দুদিন পরে এল উত্তর, মোদির শুভেচ্ছার জবাবে কী বললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ?]

নিজস্ব চিত্র।

তৃণমূল স্তর থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এই যৌথ উদ্যোগের মাধ্যমে। দেশের নানা প্রান্তে গড়ে তোলা হবে এক্সেলেন্স হাব। দেশজুড়ে তৈরি হবে স্পোর্টস ডেস্টিনেশন, যেন দেশের সব প্রান্তেই উন্নতি করার সুযোগ পান খেলোয়াড়রা।

Advertisement

শুধু খেলা নয়, পড়াশোনা ও অন্যান্য ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া হবে এই যৌথ উদ্যোগের মাধ্যমে। শ্রাচী স্পোর্টসের তরফে বলা হয়, দুই সংস্থা মিলিতভাবে দেশের ক্রীড়ার উন্নতিতে বড়সড় পদক্ষেপ করবে। অর্থাৎ এবার দেশের প্রতিভাবান খেলোয়াড়দের গড়ে তুলবেন লিয়েন্ডার পেজ নিজেও।

[আরও পড়ুন: মহিলা সাংবাদিকের নিতম্ব স্পর্শের চেষ্টা পুরুষ রোবটের! শোরগোল সৌদি আরবে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ