Advertisement
Advertisement
Javelin

‘নীরজের পরামর্শ মেনেই সাফল্য’, তাইওয়ান ওপেনে সোনা জিতে বললেন রোহিত যাদব

সোনা জিতেও খুশি নন তিনি।

'Success is due to following Neeraj's advice', says Rohit Yadav after winning gold at Taiwan Open

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 11, 2025 9:39 pm
  • Updated:June 11, 2025 10:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে ভারতের মুখ উজ্জ্বল করলেন জ্যাভলিন তারকা রোহিত যাদব। তিনি জ্যাভলিন ছুড়েছেন ৭৪.৪২ মিটার দূরত্বে। আর তাতেই স্বর্ণপদক জয় করেন তিনি। সোনা জয়ের পর তিনি জানিয়েছেন নীরজ চোপড়ার পরামর্শ মেনেই এই সাফল্য পেয়েছেন তিনি।

Advertisement

রোহিত বলেন, “নীরজ ভাইয়ের প্রথম দেখা হয় ২০১৯ সালে। এরপর ওর সঙ্গে যতবার দেখা হয়েছে, ততবার আমাকে উদ্বুদ্ধ করেছে। তিনি আমাকে সব সময় নিজের লক্ষ্যে স্থির থাকার কথা বলতেন। বলতেন, ফল নিয়ে বেশি মাথা না ঘামাতে। এই পরামর্শ সব সময় মাথায় রাখি। নীরজ ভাইয়ের ধারাবাহিকতা আমাকে সব সময় অনুপ্রেরণা দেয়। নিজের পারফরম্যান্সের ক্ষেত্রেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

তবে সোনা জিতেও খুশি নন তিনি। এই প্রসঙ্গে রোহিতের সংযোজন, “দেশের হয়ে সোনার পদক জয় করে খুবই আনন্দিত। যদিও আরও ভালো করা উচিত ছিল। চেয়েছিলাম ৮০ মিটারের মার্ক পার করতে। সেটা হয়ে উঠল না। ভবিষ্যতে আরও ভালোভাবে নিজেকে মেলে ধরতে চাই। নিজের লক্ষ্য পূরণও করতে চাই।”

উত্তরপ্রদেশের এই প্রতিভাবান জ্যাভলিন থ্রোয়ার দু’বার জাতীয় চ্যাম্পিয়নও। উল্লেখ্য, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে ভারত এখন পর্যন্ত ১৬টি পদক জিতেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Yadav Javelin (@rohit________yadav)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement